ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গুয়ার হাওরে দূরপাল্লার সাঁতার

প্রকাশিত: ২০:২১, ১১ অক্টোবর ২০২২; আপডেট: ২০:২৩, ১১ অক্টোবর ২০২২

টাঙ্গুয়ার হাওরে দূরপাল্লার সাঁতার

সাঁতার প্রতিযোগিতা

টাঙ্গুয়ার হাওরে অনুষ্ঠিত হয়েছে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। নীলাদ্রী লেকপাড় থেকে শুরু হওয়া ১৫ কিলোমিটার দূরত্ব শেষ হয় তাহিরপুর টালার ঘাটে। ৪ ঘন্টা ৪৭ মিনিট সময় নিয়ে প্রথম হন বগুড়া জেলা ক্রীড়া অফিসের রাব্বি রহমান।

৫ ঘন্টা ২১ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হন বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটির জাহিদ কামাল বিদ্যুৎ। তৃতীয় হন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক এসআইএম ফেরদৌউস আলম (৫ ঘন্টা ৫৮ মিনিট)। 

প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ১২  প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। 
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন করুনা সিন্দু চৌধুরী (উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তাহিরপুর)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আমিন (জেলা ক্রীড়া অফিসার, সুনামগঞ্জ)। 
 

রুমেল খান

×