ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিটনের সিরিজ শেষ জিম্বাবুইয়ে গেলেন নাইম ও এবাদত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৪, ৭ আগস্ট ২০২২

লিটনের সিরিজ শেষ জিম্বাবুইয়ে গেলেন নাইম ও এবাদত

লিটন কুমার দাস

জিম্বাবুইয়ে সফরে এবার দুঃসহ সময় কাটছে বাংলাদেশ দলেরপ্রথমবার টি২০ সিরিজ খুঁইয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে ৫ উইকেটেএর সঙ্গে যোগ হয়েছে ইনজুরির সমস্যাইনজুরিতে পড়ে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচসহ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানআর শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতেই ইনজুরিতে পড়েন ওপেনিং ব্যাটার লিটন কুমার দাস, মিডলঅর্ডার মুশফিকুর রহিম ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম

এই ইনজুরির ধাক্কায় সোহানের পর ছিটকে গেছেন লিটনওমুশফিককে নিয়ে তেমন সমস্যা না থাকলেও শরিফুল আছেন পর্যবেক্ষণেএ কারণে শনিবারই জিম্বাবুইয়ে রওনা হয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন ও বাঁহাতি ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাইম শেখ

হারারেতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুইয়ের মুখোমুখি হবে বাংলাদেশসিরিজ হার ঠেকানোর জন্য জিততেই হবে এই ম্যাচেঅথচ ফর্মের তুঙ্গে থাকা লিটনকে সিরিজের বাকি দুই ম্যাচেই পাচ্ছে না বাংলাদেশ দলপ্রথম ওয়ানডেতেও ৮৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনিব্যাটিং শেষ না করেই হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে

এরপর বাংলাদেশ দলের ফিজিও রাতে এক ভিডিও বার্তায় লিটনের বিষয়ে বলেন, ‘আমরা তার ডান হ্যামস্ট্রিংয়ের স্ক্যান করিয়ে সেখানে গ্রেড-২ পর্যায়ের মাসল স্ট্রেইন পেয়েছিএ ধরনের ইনজুরি থেকে সাধারণত সেরে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগেতাকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করতে হবে এবং পুনর্বাসন পরিকল্পনার মধ্যে রাখতে হবেআর সে কারণেই লিটনের পরবর্তী ২ ওয়ানডে খেলা হবে নাএকই দিনে আঙ্গুলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন শরিফুলএর আগে টি২০ নেতৃত্ব পাওয়া সোহানও ছিটকে যানতিনি সিরিজের তৃতীয় ও শেষ টি২০ খেলতে পারেননিতিনি ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না সেটিও নিশ্চিত হয়েছেতবে সোহানের বিকল্প হিসেবে কাউকে ওয়ানডে দলে নেয়া হয়নি

এবার লিটনও ছিটকে যাওয়াতে বাঁহাতি ওপেনার নাইমকে জিম্বাবুইয়ে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি২০ খেলেছেন নাইমসেটিই ছিল তার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ৩৪ টি২০ খেললেও তিনি মাত্র ২ ওয়ানডে খেলে রান করেছেন ১! টেস্ট খেলেছেন একটিস্ট্রাইকরেট কম থাকার কারণে টি২০ দল থেকে ছিটকে যানদলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা তার

তবে তার আগেই সৌভাগ্যক্রমে আবার জাতীয় দলে ফিরলেন ২২ বছর বয়সী এ তরুণতবে আজ দ্বিতীয় ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা ক্ষীণএবাদত ওয়েস্ট ইন্ডিজ সফরেই ছিলেন ওয়ানডে দলে, তবে খেলার সুযোগ পাননিতাকে মূল ব্যাকআপ হিসেবেই রাখা হয়েছিল এবং এবারও জিম্বাবুইয়ে গেলেন ব্যাকআপ হিসেবেইখুব প্রয়োজন না পড়লে তার খেলার সম্ভাবনা একেবারেই কম

×