ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নারী দলের ৪ ফুটবলার

প্রকাশিত: ১৮:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৩

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নারী দলের ৪ ফুটবলার

৪ ফুটবলার

বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্পে থাকা ৪ ফুটবলার এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে রেহেনা, ঋতুপর্ণা চাকমা, আঁখি খাতুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ও শামসুন্নাহার অন্য জায়গা থেকে অংশগ্রহণ করছিল। বাফুফের ক্যাম্পে থাকা এই চার ফুটবলারই পরীক্ষায় পাস করেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে সারাদেশে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

বাংলাদেশ নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছেন, ‘রেহেনা ৪.৫৮ পয়েন্ট পেয়ে পাস করেছেন। রিতু ও আঁখি পেয়েছেন ৪.৫০ পয়েন্ট। আর শামসুন্নাহার পেয়েছেন ২.৫৮।’

বাফুফের ক্যাম্পের চার ফুটবলারের মধ্যে রিতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। তবে রেহেনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেন। মাঠের পারফরম্যান্সের সঙ্গে পড়াশোনাতেও মেধার পরিচয় দিয়েছেন তারা।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×