ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষ্ণা-শামসুন্নাহার ও সানজিদাকে ক্ষতিপূরণ দিল বাফুফে

প্রকাশিত: ১৮:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ২০:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২২

কৃষ্ণা-শামসুন্নাহার ও সানজিদাকে ক্ষতিপূরণ দিল বাফুফে

কৃষ্ণা-শামসুন্নাহার ও সানজিদা

বাংলাদেশ নারী ফুটবল দলের কৃষ্ণা রানী সরকারকে দেড় লাখ টাকা, শামসুন্নাহার পেয়েছে ১ লাখ টাকা ও সানজিদাতে আইফোন ১৩ ম্যাক্স প্রো দিয়েছে বাফুফে। শনিবার গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকা পৌঁছানোর পর রাতে দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার দেখেন তাদের লাগেজ কাটা এবং তালা ভাঙা হয়েছে। কৃষ্ণার লাগেজে ৯০০ ইউএস ডলার (যার মধ্যে সানজিদা আক্তারের ৪০০ ডলার ছিল) আর ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের লাগেজ কেটে ৪০০ ইউএস ডলার নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পরদিন এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দর থেকে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। তাদের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েনি চুরির কোনো ঘটনা।

এদিকে, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া না গেলে বাফুফে থেকে আমরা এটার ক্ষতিপূরণ দেওয়া হবে। অবশেষে বাফুফে তাদের কথা রেখেছে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×