ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাচ সেরা কাসেমিরো, বেঞ্জামার হাতে ব্যালন ডি’অর দেখছেন গ্যালাক্টিকো কোচ কার্লো আনচেলোত্তি

সুপার কাপ জিতে এবারের মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ০০:৫১, ১২ আগস্ট ২০২২; আপডেট: ১১:৪১, ১২ আগস্ট ২০২২

সুপার কাপ জিতে এবারের মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ

আগের মৌসুমে (২০২১-২২) যেখানে শেষ করেছিল নতুন মৌসুমে (২০২২-২৩) ঠিক সেখান থেকেই শুরু করেছে রিয়াল মাদ্রিদবুধবার রাতে স্প্যানিশ পরাশক্তিরা উয়েফা সুপার কাপের শিরোপা জিতে নিয়েছেফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে শিরোপানির্ধারণী ম্যাচে জার্মান ক্লাব আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদরিয়ালের হয়ে গোল দুটি করেন অস্ট্রিয়ান মিডফিল্ডার ডেভিড আলবা ও ফরাসী ফরোয়ার্ড করিম বেঞ্জামাতবে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ব্রাজিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো

এ নিয়ে পঞ্চমবারের মতো সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদএর আগে ২০০২, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে ট্রফি জিতেছে গ্যালাক্টিকোরাঅন্যদিকে ফ্রাঙ্কফুর্ট এই প্রথমবার সুপার কাপের শিরোপা রেসে আসলেও শেষটা রাঙ্গাতে পারেনিউল্লেখ্য, নতুন মৌসুমের শুরুতে আগেরবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও উয়েফা ইউরোপা লীগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াইরিয়াল গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তারা ঘরে তোলে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ

ম্যাচ শুরুর আগে রিয়ালের ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লীগ জয়ের দুই নায়ক অর্থা আসরের বর্ষসেরা খেলোয়াড় করিম বেঞ্জামা ও তরুণ বর্ষসেরা খেলোয়াড় ভিনিয়িাস জুনিয়রকে পুরস্কৃত করা হয়এরপর সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় মাঠের লড়াইম্যাচের প্রথমার্ধে ফ্রাঙ্কফুর্ট বেশ বিপজ্জনক হয়ে উঠেকিন্তু শেষ পর্যন্ত রিয়ালের অভিজ্ঞতার কাছে তাদের হার মানতে হয়ম্যাচের ১৪ মিনিটে ফ্রাঙ্কফুর্টের ডাইচি কামাডার একক প্রচেষ্টার শট দুর্দান্তভাবে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক থিবাট কুর্তোয়াপাল্টা আক্রমণে গোল পেতে পেতেও পায়নি রিয়াল

বেঞ্জামার বাড়ানো পাস থেকে ডি বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ গোলরক্ষক কেভিন ট্র্যাপকে পরাস্ত করলেও লাইনের ওপর থেকে বল ক্লিয়ার করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার টুটাম্যাচের ৩৭ মিনিটে আলাবার গোলে এগিয়ে যায় রিয়ালএ সময় ভিনিসিয়াসের বল কোনমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ট্র্যাপএরপর বেঞ্জামার কর্নার থেকে কাসেমিরো কয়েকজন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বাড়িয়ে দেন অনেকটাই ফাঁকায় দাঁড়ানো আলাবার দিকেপোস্টের খুব কাছে থেকে বল জালে জড়াতে ভুল করেননি এই অস্ট্রিয়ানগোলটি হজমের আগে কয়েকটি কাউন্টার এ্যাটাক মিস করে ফ্রাঙ্কফুর্টবিরতির পর ৬১ মিনিটে কাসেমিরোর একটি শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় রিয়ালপরের মিনিটেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে ধারে খেলতে আসা আন্সগার নওফের শট রুখে দেন রিয়াল কিপার কুর্তোয়া

অবশেষে ৬৫ মিনিটে ভিনিসিয়াসের এ্যাসিস্টে বেঞ্জামা জোড়ালো শটে দ্বিতীয় গোল করলে রিয়ালের জয় নিশ্চিত হয়২০২১-২২ চ্যাম্পিয়ন্স লীগ জয়ের মিশনে যেভাবে রিয়াল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন মৌসুম শুরু করেছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরাম্যাচ শেষে আনচেলোত্তি বলেন, এটা মোটেই সহজ ম্যাচ ছিল নাতারা নিজেদের অর্ধে অপ্রতিরোধ্য ছিলকিন্তু আমরা গোল করতে পেরেছিপাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছিবেঞ্জামার উচ্ছ্বসিত প্রশংসা করে রিয়াল কোচ বলেন, বেঞ্জামা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়সে দলের নেতাও

দল যে জায়গায় খেলছে, তাতে বেঞ্জামার অবদান অনেকসে গত মৌসুমে অনেক গোল করেছেএ মৌসুমে শুরুটাও দুর্দান্ত করেছেআমি তো মনে করি, এবারের ব্যালন ডিঅর সেই পাচ্ছেএ নিয়ে কোনো সন্দেহ নেইএকই কথা বলেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজতার মতে, এবার ব্যালন ডিঅর বেঞ্জামার প্রাপ্যগত মৌসুমেই সে ব্যালন ডিঅরের প্রাপ্য ছিল, এবার তার দাবি আরও জোরালো হয়েছে

ম্যাচে গোল করে বেঞ্জামা রিয়ালের সাবেক কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে গেছেনক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৪৫০ গোল করে রিয়ালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন৩২৪ গোল করে রাউলকে পেছনে ফেলে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বেঞ্জামাআনচেলোত্তিও মাইলফলক ছুঁয়েছেনএই জয়ে ইতালিয়ান কোচ হয়ে গেছেন সর্বোচ্চ চারটি উয়েফা সুপার কাপজয়ী ইতিহাসের প্রথম কোচএ পথে তিনি পেছনে ফেলেছেন স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলাকেতিনবার এই শিরোপা জিতেছেন বর্তমান ম্যানসিটি কোচ

×