ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল

রুমেল খান

প্রকাশিত: ০১:১২, ৭ জুলাই ২০২২

চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল

ছমির উদ্দিন স্কুলের খেলোয়াড়রা

জাতীয় স্কুল ফটুবলের শিরোপা জিতেছে নীলফামারীর ছমির উদ্দিন স্কুলবুধবার ফাইনালে তারা যশোরের বেনাপোল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব দেখায়আসরে দলটির প্রথম শিরোপাবিজয়ী দলের অধিনায়ক-ফরোয়ার্ড নাইম ইসলাম ম্যাচের ১০ মিনিটে জয়সূচক, একমাত্র গোলটি করেন

প্লেয়ার অব দ্য ফাইনাল হন জিলকত হোসাইন (ছমির উদ্দিন স্কুল), প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন সাইদুর রহমান রাহুল  (বেনাপোল স্কুল), সর্বোচ্চ গোলদাতা হন নাইম ইসলাম (৮ গোল, ছমির উদ্দিন স্কুল), সেরা গোলরক্ষক হন সৌরভ সরকার (অরুণ চন্দ্র হাই স্কুল, নোয়াখালী)চ্যাম্পিয়ন দলকে ট্রফি এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়হবিগঞ্জের আলী ইদ্রিস হাইস্কুলকে ফেয়ার প্লে ট্রফি দেয়া হয়

৮০ মিনিটের (৪০+৪০ মিনিট) জমজমাট ম্যাচে দুই দলই আক্রমণাতœক ও গতিশীল ফুটবল খেলেছেপ্রথমার্ধে উভয় দলই সমানতালে খেলেতবে দ্বিতীয়ার্ধে বেনাপোল স্কুল অনেকটা একতরফা খেলে এবং কমপক্ষে চারটি গোলের সুযোগ নষ্ট করেরেফারি খেলা শেষের বাঁশি বাজালে নীলফামারীর স্কুলের খেলোয়াড়রা যখন পরস্পরকে জড়িয়ে ধরে উল্লাসে মাতোয়ারা, তখন বেনাপোল স্কুলের খেলোয়াড়রা মাটিতে লুটিয়ে পড়ে আকুল কান্নায় ভেঙ্গে পড়েসবচেয়ে বেশি কেঁদেছেন অধিনায়ক রাহুলতারা কান্না থামছিলই নাতাকে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়ররা তো বটেই, এমনকি দর্শকরাও গিয়ে সান্ত¦¦না দেন

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নাইম ইসলাম এবার এসএসসি পরীক্ষার্থীতিনি বলেন, ‘ফাইনালে গোল করব- ফুল কনফিডেন্স ছিলগ্রুপ পর্বে আমরা বেনাপোল স্কুলের কাছে ৪-০ গোলে হেরেছিলামএজন্য আমরা পণ করে মাঠে নেমেছিলাম- আমরা ফাইনালে প্রতিশোধ নেব এবং ওদেরকে ৫ গোল দেবতবে ৫ গোল দিতে না পারলেও নাইমদের ১ গোলে জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছেনাইম আরও বলেন, ‘তবে আমরা চ্যাম্পিয়ন হলেও এটা স্বীকার করতে হবে ওরা আমাদের চেয়ে অনেক ভাল দল এবং ফাইনালেও আমাদের চেয়েও অনেক ভাল খেলেছেগ্রুপ পর্বে আমরা ওদের কাছে বড় ব্যবধানে হারায় ফাইনালে হয়তো ওরা আমাদের আন্ডার এস্টিমেট করে খেলেছিলম্যাচে শুরুতে কোচ আমাদের ৪-৩-৩ ফর্মেশনে খেলানপরে আমরা পরিস্থিতি অনুযায়ী ৪-৪-২ ফর্মেশনে খেলি

রানার্সআপ দলের অধিনায়ক রাহুলকে নিজেদের জন্য সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় মানেন নাইম, ‘আজ অসাধারণ খেলেছে রাহুলতাকে মার্ক করার জন্য আমাদের পরিকল্পনা ছিলনিজের গোল নিয়ে নাইমের প্রতিক্রিয়া, ‘আমি খুবই খুশি যে ফাইনালে আমার গোলেই দল চ্যাম্পিয়ন হয়েছেআমাদের লক্ষ্য ছিল সেটাইলক্ষ্যপূরণ হয়েছে

এর আগে সুপার মক কাপে খেলতে পারিনি, এজন্য আক্ষেপ ছিলআমার ভবিষ্যত লক্ষ্য জাতীয় দলে খেলাফাইনালে নিজের গোলটি নিয়ে নাইমের ভাষ্য, ‘উইথ বলে পা চালিয়ে গোলটি করেছিআত্মবিশ^াস ছিল এক চান্সেই গোল করতে পারবোআমাদের টিম কম্বিনেশন ভালো ছিলবিপিএলেও তো স্ট্রাইকাররা এভাবে গোল করতে পারে নাতারপরও টিভিতে নিয়মিত বিপিএল ফুটবল দেখে নাইম

ঈদের আগে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে নাইমের উচ্ছ্বাস, ‘ঈদের আনন্দ, তার ওপর জাতীয় স্কুল ফুটবলেও শিরোপাফলে ঈদের আনন্দটা দ্বিগুণ হবে আমাদেরএই বাড়তি আনন্দ নিয়ে বাড়ি যািচ্ছতাছাড়া ক্যারিয়ারে এই প্রথম ফুটবলে চ্যাম্পিয়ন হলামএই আসরে এ নিয়ে আমাদের স্কুল চারবার সেমিফাইনাল খেলেছে আর এবারই প্রথম ফাইনালে উঠেছেপ্রথম ফাইনালেই চ্যাম্পিয়নÑএটাও দারুণ আনন্দদায়ক ঘটনা’ 

রানার্সআপ দলের অধিনায়ক রাহুল বিষণœচিত্তে বলেন, ‘সত্যি বলতে কি, আমরা ফাইনালে অধিপত্য বজায় রেখে ভাল খেলেছি ঠিকইকিন্তু আজকে ভাগ্যের কাছে হেরে গেছি

লেফট উইং দিয়ে বারবার ঢুকে জিরো এ্যাঙ্গেল থেকে কাটব্যাক করছিলেন রাহুলকিন্তু সতীর্থরা একটা বলেও ফিনিশ করতে পারেনিএ নিয়ে রাহুলের ভাষ্য, ‘কি আর বলবো, আর কিছু বলার নেইঅপর প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘ছমির উদ্দিন স্কুলকে আমরা গ্রুপ পর্বে ৪-০ গোলে হারালেও ফাইনালে কিন্তু আমরা তাদের মোটেও আন্ডার এস্টিমেট করে খেলিনিতাদেরকে সমীহ করেই খেলেছি

×