ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০২:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২২

অবশেষে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

.

 টি২০ ফরম্যাটে তেমন ভাল যাচ্ছিল না সাকিব আল হাসানের সময়টা। সর্বশেষ ৩টি আন্তর্জাতিক টি২০ ও চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ছিলেন একেবারেই ব্যর্থ। যদিও বল হাতে তেমন খারাপ করেননি। তবুও এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তিনি এই ফরম্যাটে। নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পেরেছেন অবশেষে। বাংলাদেশ সময় অনুসারে রবিবার ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্মেন্সের প্যাকেজ প্রদর্শনী দেখিয়ে জিতিয়েছেন গায়ানা এ্যামাজন ওয়ারিয়র্সকে। ত্রিনবাগো নাইট রাাইডার্সকে ৩৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই নিশ্চিত করেছে প্লে-অফ। ব্যাট হাতে আগের দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ সাকিব আবারও চারে নেমে ২৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং গায়ানা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের পুঁজি পায়। জবাবে ২০ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় ত্রিনবাগোর ইনিংস। একক প্রচেষ্টায় একটি রানআউট করার পাশাপাশি সাকিব ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৩ উইকেট।
৬ ম্যাচে মাত্র ১ জয়ে প্রাথমিক রাউন্ড থেকেই এবার বিদায় নেয়ার জোর শঙ্কায় পড়ে গায়ানা। এরপর সাকিব যোগ দেন এবং পুরোপুরি পাল্টে যায় চিত্র। টানা দুই জয় পায় তারা এবং পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি ঘটায়। উভয় ম্যাচে প্রথম বলেই সাজঘরে ফিরেছেন সাকিব চারে ব্যাট করতে নেমে, তবে প্রথম ম্যাচে ৩০ রানে ১টি ও দ্বিতীয় ম্যাচে ৩৩ রানে ২টি উইকেট নেন ৪ ওভার বোলিং করে। রবিবার ভোরে স্বরূপে ফিরেছেন তিনি গায়ানার নবম ম্যাচে। চলতি সিপিএলে নিজের তৃতীয় ম্যাচেও চারে ব্যাট করতে নেমে ২৫ বলে ৪ চার, ১ ছয়ে ৩৫ রান করেন তিনি। ৬ উইকেট ১৭৩ রান পায় গায়ানা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৬ ছক্কায় করেন ৬০। সুনিল নারাইন ৪ ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট নেন। এরপর জবাব দিতে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় ত্রিনবাগো। টিম সেইফার্টকে (১৩) এলবিডব্লিউ করেন সাকিব। ১১তম ওভারে তার সরাসরি থ্রোয়ে রানআউট হন দলের অধিনায়ক নিকোলাস পুরান (১)। প্রথম স্পেলে ২ ওভারে ৮ রানে ১ উইকেট পাওয়া সাকিব ১৭তম ওভারে বোলিংয়ে এসে বিধ্বংসী আন্দ্রে রাসেলকে (১২) কট বিহাইন্ড ও ১৯তম ওভারে মারকুটে নারাইনকে (১২ বলে ১৯) বোল্ড করে দলের জয় সুনিশ্চিত করেন।

 

 

×