ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবসরের ইঙ্গিত তামিম ইকবালের!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ৪ জুলাই ২০২২

অবসরের ইঙ্গিত তামিম ইকবালের!

তামিম ইকবাল

অবসরের ইঙ্গিত দিলেন ব্যাটসম্যান তামিম ইকবাল। এ নিয়ে ফেসবুক পোস্টও দিয়েছেন। কিছুক্ষণ পর আবার সেই পোস্ট মুছেও দিয়েছেন তিনি! তাহলে রহস্য কী! শিগগিরই কী অবসর নিচ্ছেন।

টেস্ট ক্রিকেটের মতো টি-টোয়েন্টিতেও ভালো ফর্মে নেই বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই রান খরায় ভূগছে দল। তাই তামিম ইকবাল বছরখানেক আগেই বিরতি নিয়েছিলেন এই ফরম্যাট থেকে। তখন অবস্য অবসরের ব্যাপারে কিছুই বলেননি।

রবিবার (৩ জুলাই) বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজিত হয়, তার কিছুক্ষণ পর ফেসবুকে এক রহস্যজনক পোস্ট দেন তামিম।

এই ক্রিকেটারের রহস্যময় পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

 

সোমবার (৪ জুলাই) সকালে ফেসবুকে মাত্র দুই শব্দে তামিম লিখেন, 'আন্তর্জাতিক টি-টোয়েন্টি'। এরপর হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুইরকমই হয়- স্বাগত কিংবা বিদায় জানানো। কিন্তু তামিম ঠিক কোনটি বোঝাতে চেয়েছেন তা জানা যায়নি। কারণ ১০মিনিটের মধ্যেই নিজের এই পোস্ট সরিয়ে নিয়েছেন তামিম।

 

ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন তামিম। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ জুলাই, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। বাকি দুটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে এই ভেন্যুতেই। ম্যাচগুলো মাঠে গড়াবে ১৩ ও ১৬ জুলাই।

×