
ছবিঃ সংগৃহীত
মৌমাছির হুল ফোটানো বিষ যে অত্যন্ত যন্ত্রণাদায়ক, তা আমরা সবাই জানি। কিন্তু অবাক করার মতো সত্য হলো—এই বিষেই লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী রোগ ব্রেস্ট ক্যান'সারের বিরুদ্ধে লড়াইয়ের এক সম্ভাবনাময় অস্ত্র।
অস্ট্রেলিয়ার হ্যারি পারকিনস ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তাদের এক গবেষণায় দেখিয়েছেন, মৌমাছির বিষে থাকা একটি প্রাকৃতিক যৌগ ‘মেলিটিন’ মাত্র এক ঘণ্টার মধ্যেই কিছু আক্রমণাত্মক ব্রেস্ট ক্যান'সার কোষ ধ্বংস করতে সক্ষম।
গবেষকদের দাবি, মেলিটিন আশপাশের সুস্থ কোষের ক্ষতি না করেই ক্যান্সার কোষের বাইরের ঝিল্লিতে ছিদ্র তৈরি করে দেয়। এর ফলে কোষের অভ্যন্তরীণ প্রক্রিয়া দ্রুত ভেঙে পড়ে। গবেষণায় বিশেষ করে ট্রিপল-নেগেটিভ ও HER2 পজিটিভ ধরনের ব্রেস্ট ক্যান'সারে মেলিটিনের কার্যকারিতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এই দুই ধরনের ক্যান্সার সাধারণত চিকিৎসা প্রতিরোধী ও প্রাণঘাতী হিসেবে পরিচিত।
আরও চমকপ্রদ তথ্য হলো—বিষ প্রয়োগের মাত্র ২০ মিনিটের মধ্যেই মেলিটিন ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিভাজনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সংকেত বন্ধ করে দিতে সক্ষম।
এই গবেষণা ২০২০ সালে npj Precision Oncology জার্নালে প্রকাশিত হয়। তবে ২০২৫ সালেও মেলিটিনকে ঘিরে গবেষণা থেমে নেই। অনেক গবেষণায় এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
তাই চিকিৎসা হিসেবে মৌমাছির বিষ ব্যবহারের আগে এমন প্রযুক্তি আবিষ্কার করতে হবে, যা সরাসরি টিউমার লক্ষ্য করে বিষ প্রয়োগ করতে পারবে—যাতে সুস্থ কোষ অক্ষত থাকে।
হয়তো ভবিষ্যতে প্রকৃতির এই উপাদান এক ভয়াবহ রোগের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা ঘটাবে।
সূত্রঃ https://www.facingourrisk.org/XRAY/honeybees-offer-hope-to-those-battling-breastcancer
ইমরান