
ছবিঃ সংগৃহীত
বর্তমানে হোয়াটসঅ্যাপ যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে অনেক সময় দেখা যায়, কেউ আপনাকে একটি মেসেজ পাঠানোর পর সঙ্গে সঙ্গে তা ‘ডিলিট ফর এভরিওয়ান’ করে দেয়। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে—ওই মেসেজে কী লেখা ছিল?
এই সমস্যার সহজ একটি সমাধান আছে। কিছু নির্দিষ্ট অ্যাপ এবং সেটিংস ব্যবহার করে আপনি ডিলিট হওয়া মেসেজও পড়ে ফেলতে পারবেন। নিচে দেখে নিন সেই উপায়:
নোটিফিকেশন লগ অ্যাপ ব্যবহার করে:
১. প্লে স্টোর থেকে ‘Notification History’ বা ‘Notisave’ এর মতো অ্যাপ ডাউনলোড করুন।
২. অ্যাপটি ইনস্টল করে প্রয়োজনীয় পারমিশন দিয়ে দিন।
৩. এবার কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠিয়ে ডিলিট করলেও, অ্যাপে গিয়ে সেই নোটিফিকেশনে লেখা মেসেজটি পড়ে নিতে পারবেন।
যা মনে রাখতে হবে:
-
এই পদ্ধতি কাজ করবে শুধুমাত্র তখনই, যদি আপনি মেসেজটি ডিলিট হওয়ার আগে ফোনের নোটিফিকেশন পেয়েছেন।
-
যদি নোটিফিকেশন বন্ধ থাকে বা আপনি সেই মুহূর্তে ইন্টারনেট চালু না রাখেন, তাহলে মেসেজটি রেকর্ড হবে না।
-
কিছু ফোনে বিল্ট-ইন “Notification Log” ফিচার থাকলেও সেগুলো সাধারণত শুধুমাত্র অ্যান্ড্রয়েডে পাওয়া যায়।
আইফোন ব্যবহারকারীদের জন্য:
আইফোনে এই সুবিধা তুলনামূলক সীমিত। তৃতীয় পক্ষের অ্যাপল অনুমোদিত নন, তাই ডিলিটেড মেসেজ দেখা আইওএস ডিভাইসে বেশ জটিল।
গোপনীয়তা নিয়ে সতর্কতা:
এমন অ্যাপ ব্যবহারে আপনার ফোনের নোটিফিকেশন ও ব্যক্তিগত তথ্যের উপর তৃতীয় পক্ষের অ্যাক্সেস তৈরি হয়। তাই অ্যাপ ব্যবহারে অবশ্যই সচেতন থাকতে হবে এবং পরিচিত ও নিরাপদ অ্যাপই বেছে নেওয়া উচিত।
শেষ কথা:
কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে সেটি ডিলিটও করে দেন, তা পড়ার উপায় একেবারেই নেই—এমন নয়। একটু সচেতনতা আর সঠিক অ্যাপ বেছে নিলেই আপনি জানতে পারবেন, কী লেখা ছিল সেই রহস্যময় মেসেজে!
ইমরান