
ছবি: সংগৃহীত
বিশ্বে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, কিন্তু তাদের অনেকেই জানেন না—এই মেসেঞ্জার অ্যাপে আছে এমন কিছু দারুণ ফিচার যা আপনার জীবন সহজ করে দেবে।
চলুন দেখে নিই এমন ১০টি সহজ, দরকারি আর গোপন ট্রিকস যা আপনি জানলে হোয়াটসঅ্যাপ ব্যবহার হবে আরও মজার!
১. ‘Seen’ বন্ধ করুন, যাতে কেউ না জানে আপনি মেসেজ দেখেছেন
মেসেজ দেখে ফেলেছেন, কিন্তু উত্তর দিতে সময় লাগবে—তাতে যেন কেউ রাগ না করে। এজন্য ‘নীল টিক’ বন্ধ করে রাখুন।
যেভাবে করবেন:
Settings > Privacy > Read Receipts → বন্ধ করে দিন।
টিপস: চাইলে মেসেজ পড়ার সময় ‘Airplane Mode’ চালু করে পড়ুন, তাহলেই টিক দেখাবে না।
২. বুঝে নিন, কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন
আপনি কার সঙ্গে সবচেয়ে বেশি চ্যাট করেন বা ছবি/ভিডিও শেয়ার করেন, সেটাও সহজেই দেখতে পারবেন।
যেভাবে:
Settings > Storage and Data > Manage Storage > দেখুন কার সঙ্গে কতো ডেটা ইউজ হয়েছে।
৩. কে কখন আপনার মেসেজ পড়েছে, জানুন
গ্রুপে বা একে একে কে কখন আপনার মেসেজ দেখেছে, তা আপনি দেখতে পারবেন।
যেভাবে:
অ্যান্ড্রয়েড: মেসেজ চেপে ধরে Info-তে যান।
iPhone: মেসেজে বাম দিকে সোয়াইপ করুন।
৪. আপনার প্রোফাইল ছবি লুকিয়ে রাখুন
আপনি চাইলে প্রোফাইল ছবি সবাইকে দেখাবেন না—শুধু যাকে চান তাকেই দেখাবেন।
যেভাবে:
Settings > Privacy > Profile Photo → Nobody / My Contacts দিন।
৫. বিরক্তিকর গ্রুপ চ্যাট চুপ করিয়ে দিন
দিনরাত গ্রুপে মেসেজ আসছে? চিন্তা নেই—মিউট করে দিন।
যেভাবে:
গ্রুপে ঢুকে উপরে ক্লিক করুন > Mute Notifications > ৮ ঘণ্টা / ১ সপ্তাহ / ১ বছর বেছে নিন।
৬. প্রিয় মানুষের চ্যাট হোমস্ক্রিনে আনুন (Android)
যার সঙ্গে বেশি কথা বলেন, তার চ্যাটকে ফোনের হোমস্ক্রিনে শর্টকাট করে রাখুন।
যেভাবে:
চ্যাট চেপে ধরে রাখুন > Add Chat Shortcut চাপ দিন।
৭. আপনার লোকেশন পাঠান (Live Location)
বন্ধুরা কোথায় আছেন খুঁজে পাচ্ছেন না? তাদেরকে আপনার লোকেশন পাঠিয়ে দিন।
যেভাবে:
চ্যাটে ঢুকে → Attachment (📎 আইকন) চাপুন → Location > Live Location দিন।
৮. ‘Last Seen’ বন্ধ করুন—কেউ জানবে না আপনি কখন অনলাইনে ছিলেন
অনেক সময় চাই না যেন সবাই জানে আপনি কখন অ্যাপ খুলেছেন। সেটা বন্ধ করতে পারবেন।
যেভাবে:
Settings > Privacy > Last Seen & Online → Nobody / My Contacts দিন।
৯. কথা বলেই মেসেজ পাঠান (Voice Command)
হাতে কাজ করছেন? টাইপ করতে ইচ্ছে করছে না? কথা বললেই মেসেজ পাঠানো যাবে!
যেভাবে:
Android: “OK Google, send a WhatsApp message to [নাম]”
iPhone: “Hey Siri, send a WhatsApp to [নাম]”
১০. একসাথে অনেককে আলাদা মেসেজ পাঠান (Broadcast)
একই মেসেজ একসাথে অনেকজনকে পাঠাতে চান, কিন্তু যেন কেউ না জানে যে অন্যরাও পেয়েছে?
যেভাবে:
Chats স্ক্রিনে যান > Broadcast Lists > New List > কন্টাক্ট বাছুন > মেসেজ দিন।
প্রত্যেকেই ভাববে, মেসেজটা একমাত্র তাকেই পাঠানো হয়েছে!
আবির