
আইফোন ১৭
আইফোন ১৭ নতুন মডেলের কালার নিয়ে প্রযুক্তি জগতে হইচই পড়ে গেছে। বিশেষ করে আইফোন-১৭ এয়ার এ নতুন এক ডিজাইন যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে ম্যাকওয়ার্ল্ড।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে- এ বছর বাজারে আসা নতুন আইফোনগুলোর মধ্যে যদি আপনি হিরো কালারের ফোনটি বেছে নেন, তাহলে এ থেকে ধারণা পাওয়া যাবে আপনার কাছে আইফোনের নতুন মডেলটি আছে।
গোপন তথ্য প্রকাশের প্রধান সংবাদমাধ্যম সনি ডিকসন জানিয়েছে, বাজারে আসতে যাওয়া আইফোন ১৭ প্রো হবে দুটি কালারের। যে কালার আইফোন ১৬ প্রোতে ছিল না। নতুন আইফোনে কালো এবং তামার রং ব্যবহার করা হবে।
একটি স্বাধীন সূত্র নাম না প্রকাশের শর্তে ম্যাকওয়ার্ল্ডকে জানিয়েছে, আইফোন ১৭ তে নতুন কালার যুক্ত করা হবে।
ম্যাকওয়ার্ল্ড জানিয়েছে, আইফোন ১৬ প্রোতে সাদা ও কালো রঙের দুটি ডিজাইন ছিল। নতুন মডেলেও এই রং দুটো আবার থাকতে পারে। সব মিলিয়ে আইফোন ১৭ তে চার কালার যুক্ত করা হবে।
ম্যাকওয়ার্ল্ড আরও জানিয়েছে, নতুন মডেলে আরও দুটি কালারের কথা বলা হয়েছে, বিশেষ করে লাইট ব্লু এবং লাইট গোল্ড।
খবর ফোর্বসের