ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কেন দ্রুত ফুরিয়ে যায় স্মার্টফোনের ডেটা ও চার্জ, পরিত্রাণে প্রযুক্তিবিদদের পরামর্শ

প্রকাশিত: ০২:৫৫, ২০ জুলাই ২০২৫; আপডেট: ০২:৫৬, ২০ জুলাই ২০২৫

কেন দ্রুত ফুরিয়ে যায় স্মার্টফোনের ডেটা ও চার্জ, পরিত্রাণে প্রযুক্তিবিদদের পরামর্শ

ছবি: সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে এক সাধারণ অভিযোগ—‘ডেটা এত দ্রুত শেষ হয়ে যায় কেন?’ কিংবা, ‘ব্যবহার না করলেও ফোনের চার্জ কমে যাচ্ছে!’ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য দায়ী কিছু নির্দিষ্ট অ্যাপ এবং ফোনের অভ্যন্তরীণ কিছু কার্যকলাপ। এগুলোর কারণে ডেটা ও ব্যাটারি উভয়ই অকারণে ক্ষয় হয়।

বিশেষজ্ঞদের ভাষায়, এই অ্যাপগুলো যেন ব্যাটারির ‘ভ্যাম্পায়ার’—অর্থাৎ রক্তচোষা রাক্ষসের মতো ফোনের চার্জ টেনে নেয়। এর পেছনে রয়েছে অ্যাপের নকশাগত ত্রুটি, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, স্বয়ংক্রিয় আপডেট, লোকেশন সেবা ও পুনঃপুন পুশ নোটিফিকেশন।

চলুন জেনে নিই—কোন কোন কারণে আপনার ফোনের ডেটা ও চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে:

ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ

অনেক অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চালু থেকে সার্ভারের সঙ্গে ডেটা আদান-প্রদান করে। এতে ডেটার পাশাপাশি ব্যাটারির উপরও চাপ পড়ে। যেমন: সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদ অ্যাপ বা ইমেইল সেবা।

লোকেশনভিত্তিক অ্যাপ বেশি সক্রিয়

গুগল ম্যাপস, ওয়েজের মতো অ্যাপ নিয়মিত লোকেশন আপডেট করে, যা ব্যাটারি এবং ডেটা উভয়ই দ্রুত শেষ করে।

ভিপিএন ব্যবহারে অতিরিক্ত ডেটা খরচ

ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে অনেকেই ভিপিএন ব্যবহার করেন। তবে এর ফলে ডেটা খরচ ৪ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

নিরবচ্ছিন্ন পুশ নোটিফিকেশন

ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, জিমেইল—সব অ্যাপই ব্যাকগ্রাউন্ডে থেকে বারবার নোটিফিকেশন পাঠায়, যার ফলে ডেটা ও ব্যাটারি দুটোই ক্ষয় হয়।

স্ট্রিমিং অ্যাপে অতিরিক্ত ডেটা খরচ

ইউটিউব, নেটফ্লিক্স বা স্পটিফাইয়ের মতো অ্যাপ বিশেষত ভিডিও বা মিউজিক চালালে প্রচুর ডেটা খরচ হয়। স্পটিফাই ব্যাকগ্রাউন্ডেও কাজ চালিয়ে যায়, ফলে ডেটা ব্যয় আরও বাড়ে।

অটো প্লে ফিচার

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতেই চলতে শুরু করে ভিডিও—এই ‘অটো প্লে’ই অনেক সময় ডেটা শেষ হওয়ার অন্যতম কারণ।

গুগল প্লে স্টোরের স্বয়ংক্রিয় আপডেট

অনেক সময় প্লে স্টোর নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট করে ফেলতে পারে, যা নজরে না পড়লেও ডেটা দ্রুত খরচ করে।

ক্ষতিকর অ্যাপের গোপন তৎপরতা

ম্যালওয়্যার বা ক্ষতিকর কিছু অ্যাপ ব্যবহারকারীর অজান্তেই ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করতে পারে।

পরামর্শ:

  • অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন।
  • ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহারে নিষেধাজ্ঞা দিন।
  • অটো আপডেট ও অটো প্লে ফিচার বন্ধ করে দিন।
  • ক্ষতিকর অ্যাপ থেকে বাঁচতে ফোনে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

নিজের অজান্তেই স্মার্টফোন যেন আপনার ডেটা ও চার্জ খেয়ে না ফেলে—সতর্ক থাকুন, প্রযুক্তি সচেতন হোন।

 

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ।

রাকিব

×