ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মাত্র ৫ সেকেন্ডে চুরি হতে পারে আপনার ওয়াইফাই! নিরাপদ রাখুন এই কৌশলে

প্রকাশিত: ০২:৩৫, ২০ জুলাই ২০২৫; আপডেট: ০২:৩৬, ২০ জুলাই ২০২৫

মাত্র ৫ সেকেন্ডে চুরি হতে পারে আপনার ওয়াইফাই! নিরাপদ রাখুন এই কৌশলে

ছবি: সংগৃহীত

আজকাল ঘরে বা অফিসে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু জানেন কি, মাত্র ৫ সেকেন্ডেই হ্যাক হয়ে যেতে পারে আপনার WiFi? ফলে আপনি যেমন ধীরগতির নেট পাচ্ছেন, তেমনি হ্যাকার আপনার তথ্যও হাতিয়ে নিতে পারে সহজেই!

বিশেষজ্ঞদের মতে, অনেকেই এখনো রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করেন। এর ফলে হ্যাকাররা সহজেই বিশেষ সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড বের করে নিতে পারে। শুধু তাই নয়, কেউ চাইলে আপনার IP ট্র্যাক করে পুরো নেটওয়ার্কে ঢুকে পড়তে পারে।

🔒 কীভাবে WiFi নিরাপদ রাখবেন?

✅ পাসওয়ার্ড পরিবর্তন করুন:

রাউটার সেটআপের সময়ই ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড বদলে ফেলুন। চেষ্টা করুন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে, যেখানে থাকবে বড় হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন।

✅ WPA3 এনক্রিপশন ব্যবহার করুন:

পুরনো WPA বা WEP সিকিউরিটি এখন দুর্বল। রাউটার সেটিংসে গিয়ে WPA3 সিকিউরিটি অপশন চালু করুন।

✅ SSID হাইড করুন: আপনার WiFi নেটওয়ার্কের নাম (SSID) গোপন রাখলে সাধারণ ব্যবহারকারীরা তা খুঁজে পাবে না।

✅ MAC ফিল্টারিং চালু করুন: নির্দিষ্ট ডিভাইস ছাড়া অন্য কোনও ডিভাইস যাতে কানেক্ট হতে না পারে, সে ব্যবস্থা নিন MAC ফিল্টারিংয়ের মাধ্যমে।

✅ রাউটার সফটওয়্যার আপডেট করুন: অনেকেই ভুলে যান রাউটারের ফার্মওয়্যার আপডেট দিতে। অথচ এটি হ্যাকারদের ঠেকাতে অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি।

🚫 ভুলে যাবেন না:

অপরিচিত কেউ যদি হঠাৎ আপনার WiFi কানেকশন পায়, তাহলে সে শুধু ইন্টারনেটই ব্যবহার করছে না, বরং আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার পথও পাচ্ছে!

তাই আর দেরি নয়—এখনই উপরের নিয়মগুলো অনুসরণ করে আপনার WiFi নেটওয়ার্ককে করুন নিরাপদ। কারণ ডিজিটাল যুগে সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা!

আসিফ

×