ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ডুয়াল মনিটর থেকে গেমিং স্ট্রিমিং : HDMI পোর্টে স্মার্ট ইউজ

প্রকাশিত: ০০:৩০, ২০ জুলাই ২০২৫

ডুয়াল মনিটর থেকে গেমিং স্ট্রিমিং : HDMI পোর্টে স্মার্ট ইউজ

কম্পিউটারের মাদারবোর্ড বা গ্রাফিক্স কার্ডের HDMI পোর্ট সাধারণত প্রাইমারি মনিটর সংযোগের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আধুনিক গ্রাফিক্স কার্ড ও মনিটর ব্যবহার করলে এই HDMI পোর্ট প্রায়ই খালি থাকে, কারণ অনেকেই ডিসপ্লেপোর্ট (DP) এর সুবিধার জন্য সেটি ব্যবহার করে থাকেন। তবে আপনি কি জানেন, পিসির HDMI পোর্টকে শুধু এক মনিটরের জন্য নয়, আরও অনেক ডিভাইস সংযোগের জন্য ব্যবহার করা যায়?

দ্বিতীয় মনিটর সংযোগ: বাড়িয়ে নিন কাজের গতি

দ্বিতীয় মনিটর ব্যবহার করলে কাজ করার জায়গা বাড়ে, ফলে একাধিক কাজ সহজে করা যায়। উদাহরণস্বরূপ, কোডিং বা লেখালেখির সময় আপনি একটি মনিটরে কোড দেখবেন, আর অন্য মনিটরে অন্য প্রয়োজনীয় তথ্য রাখতে পারবেন। যদি আপনার গ্রাফিক্স কার্ডে একটি HDMI পোর্ট থাকে, তবে DP থেকে HDMI অ্যাডাপ্টর ব্যবহার করে দ্বিতীয় মনিটর সংযোগ করতে পারেন। অনেক পেশাদার যেমন ভিডিও এডিটর, ফটোগ্রাফার, লেখক ইত্যাদির জন্য দুই মনিটরের ব্যবস্থা অনেক কার্যকর।

স্ট্রিমিং এর জন্য HDMI ক্যাপচার কার্ড

যারা গেমিং স্ট্রিম করেন বা ডুয়াল-পিসি স্ট্রিমিং সিস্টেম ব্যবহার করেন, তাদের জন্য HDMI ক্যাপচার কার্ড একটি অপরিহার্য উপকরণ। গেমিং পিসির HDMI পোর্ট থেকে ক্যাপচার কার্ডের মাধ্যমে ভিডিও সিগন্যাল নিয়ে সেটি স্ট্রিমিং পিসিতে USB পোর্টে পাঠানো হয়। এতে গেমিং পিসির গ্রাফিক্স কার্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং গেমিং পারফরম্যান্স ভালো থাকে।

HDMI পোর্ট দিয়ে আরও অনেক ডিভাইস সংযোগ করা সম্ভব

HDMI পোর্ট দিয়ে শুধু মনিটর নয়, প্রজেক্টর, VR হেডসেট এবং অন্যান্য মিডিয়া ডিভাইসও সংযোগ করা যায়। এই পোর্টের মাধ্যমে আপনি আপনার পিসিকে আরও বহুমুখী করে তুলতে পারেন।

Jahan

×