ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

এআই এখন শুধু চ্যাট নয়, একশনও! ChatGPT Agent Mode চালু

প্রকাশিত: ০০:০৬, ২০ জুলাই ২০২৫

এআই এখন শুধু চ্যাট নয়, একশনও! ChatGPT Agent Mode চালু

ওপেনএআই বৃহস্পতিবার ChatGPT-র জন্য একটি নতুন ফিচার চালু করেছে যা ব্যবহারকারীর পক্ষ থেকে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবে। ‘Agent Mode’ নামে পরিচিত এই ফিচারটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু কথোপকথনে সীমাবদ্ধ নয়—এটি আপনার হয়ে সিদ্ধান্তও নিতে পারবে এবং তা বাস্তবায়ন করতে পারবে।

এই আপডেটটি প্রযুক্তি জগতের এক নতুন প্রতিযোগিতার ইঙ্গিত বহন করে, যেখানে OpenAI এবং Google—উভয়েই নিজেদের ডিজিটাল সহকারীকে আরও স্মার্ট করে তুলতে চাইছে। Google এর Gemini সহকারী এবং Apple-এর উন্নত সংস্করণের Siri (যা এখনও বিলম্বিত) এই প্রতিযোগিতার অংশ।

কি পারবে এই Agent Mode?
OpenAI বলছে, নতুন Agent Mode একটি ভার্চুয়াল কম্পিউটারে কাজ করে এবং জটিল অ্যাকশন-ভিত্তিক অনুরোধ পূরণ করতে সক্ষম। উদাহরণস্বরূপ, আপনি বলতেই পারেন:

  • “আমার ক্যালেন্ডার দেখে আগামী ক্লায়েন্ট মিটিংয়ের বিস্তারিত বলো, সাম্প্রতিক খবরের প্রেক্ষিতে।”

  • “চারজনের জন্য জাপানি ব্রেকফাস্ট বানানোর পরিকল্পনা করো ও উপকরণ কিনে ফেলো।”

এক ভিডিও ডেমোতে দেখা গেছে, একজন ব্যবহারকারী একটি বিবাহ অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতির জন্য বিশদ কমান্ড দিয়েছে—যেমন ড্রেস কোড অনুযায়ী ৫টি পোশাকের অপশন, হোটেল বুকিং, এবং অতিরিক্ত কিছু বিশ্রাম দিনের ব্যবস্থা।

কে ব্যবহার করতে পারবে এই ফিচার?
Agent Mode ফিচারটি শুধু Pro, Plus, এবং Team গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। এটি মূলত ChatGPT Operator এবং Deep Research টুলের সমন্বয়ে গঠিত—যেখানে Operator ইন্টারনেট ব্রাউজ করে এবং Deep Research বিভিন্ন অনলাইন উৎস বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করে।

নিরাপত্তা ও সীমাবদ্ধতা
OpenAI স্বীকার করেছে যে এই ক্ষমতা বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়ছে। তাই, মডেলটিকে নির্দিষ্ট কিছু উচ্চ-ঝুঁকির কাজ যেমন ব্যাংক ট্রান্সফার থেকে বিরত থাকতে প্রশিক্ষিত করা হয়েছে। এছাড়া ইমেইল পাঠানোর মতো কাজ ব্যবহারকারীর অনুমতি ছাড়া করবে না।

OpenAI-র সিইও স্যাম অল্টম্যান বলেন, “আমি এটা আমার পরিবারকে ব্যাখ্যা করতাম এমনভাবে: এটা ভবিষ্যতের স্বাদ—কিন্তু এখনই ব্যক্তিগত বা ঝুঁকিপূর্ণ তথ্যের জন্য নয়।”

তিনি সতর্ক করে বলেন, ক্যালেন্ডার অ্যাক্সেস দিয়ে গ্রুপ ডিনার প্ল্যান করানো হয়তো যৌক্তিক, তবে পোশাক কেনার জন্য সেই অ্যাক্সেস দরকার নেই।

Jahan

×