ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

স্মার্টফোন শুধু স্মার্ট নয়, জীবনরক্ষকও

প্রকাশিত: ২৩:৪৭, ১৯ জুলাই ২০২৫

স্মার্টফোন শুধু স্মার্ট নয়, জীবনরক্ষকও

সংগৃহীত

অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পেতে ফোনেই থাকুক আপনার ‘লাইফ সেভার’বর্তমান যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর এক গুরুত্বপূর্ণ হাতিয়ার।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিশ্লেষক ও টেক ব্লগারদের মতে, অ্যান্ড্রয়েড ফোনে কয়েকটি বিশেষ ফিচার অবশ্যই সক্রিয় রাখা উচিত যা বিপদসংকেত পাঠানো থেকে শুরু করে জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ পর্যন্ত দ্রুত সম্ভব করে।

১. Emergency SOS

  • একাধিকবার পাওয়ার বাটন চাপলেই ফোন থেকে অটোমেটিক ইমার্জেন্সি কল, লোকেশন শেয়ার এবং অ্যালার্ম চালানো যায়। Samsung এবং Google Pixel ফোনে এই ফিচার খুব সহজেই পাওয়া যায়। জরুরি মুহূর্তে দ্রুত সাহায্য পাওয়ার জন্য এটি অবশ্যক।

২. Medical ID ও Emergency Contacts

  • ফোনের লক স্ক্রিন থেকেই জরুরি স্বাস্থ্য তথ্য যেমন অ্যালার্জি, ব্লাড গ্রুপসহ পরিচিত জরুরি ব্যক্তিদের যোগাযোগের নম্বর পাওয়া যায়। এটা দ্রুত চিকিৎসক বা সাহায্যকারীদের জন্য অপরিহার্য।

৩. Crash Detection (গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ)

  • কিছু Pixel ফোনে রয়েছে গাড়ি দুর্ঘটনা সনাক্ত করার ফিচার, যা দুর্ঘটনার সময় অটোমেটিক জরুরি পরিষেবায় কল করে লোকেশন পাঠায়। বিশেষ করে গাড়ি চালানোর সময় এই ফিচার খুবই কার্যকর।

৪. Emergency Location Service (ELS)

  • জরুরি ফোন কল করলে Google-এর এই সেবা আপনার সঠিক অবস্থান প্রথম সাড়া দাতা সংস্থার কাছে পাঠায়, যা দ্রুত উদ্ধারকাজে সহায়তা করে।

৫. Safety Check ও Emergency Sharing

  • Pixel ফোনের Safety অ্যাপ আপনাকে সময় অন্তর নিরাপদ আছেন কিনা যাচাই করতে পারে, আর যদি সাড়া না দেয়, জরুরি যোগাযোগকে সতর্ক করে। এছাড়া লাইভ লোকেশন শেয়ারও করা যায়।

স্মার্টফোনের এই জরুরি ফিচারগুলো ব্যবহার করা মানে শুধু প্রযুক্তির সুবিধা গ্রহণ নয়, বরং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। অপ্রত্যাশিত বিপদে দ্রুত সাহায্য পেতে এসব ফিচার একদিন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে।

তাই এখনই সময় আপনার ফোনের Settings-এ গিয়ে এই ফিচারগুলো চালু করে রাখুন এবং নিরাপদ থাকুন।

হ্যাপী

×