
প্রথমবারের মতো আয়োজিত BEAR Summit 2025-এ অংশগ্রহণ করেছে দেশীয় এমবেডেড সিস্টেম ও রিসার্চভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান THINK/ ১৬ ও ১৭ জুলাই ঢাকার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শিষ হায়দার চৌধুরী, যিনি THINK-এর স্টল পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের উদ্ভাবনগুলো ঘুরে দেখেন।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (BSIA) সদস্য THiNK দেশেই তৈরি ৮টি আধুনিক প্রযুক্তি উপস্থাপন করে, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর মশা নিয়ন্ত্রণ যন্ত্র মশার মেশিন, স্মার্ট পানি মিটার (WaterWise), টেম্পারেচার মনিটরিং ডিভাইস, জেনারেটর ট্র্যাকিং সিস্টেম, ফ্যাক্টরি ও ইউটিলিটির জন্য ইন্ডাস্ট্রিয়াল IOT গেটওয়ে এবং দুর্যোগ মোকাবেলা ও লজিস্টিক্স পরিবহনের জন্য ট্যাকটিক্যাল ড্রোন। এসব প্রযুক্তি বিশেষভাবে তৈরি হয়েছে জনস্বাস্থ্য, স্মার্ট নগর ব্যবস্থাপনা ও শিল্প অটোমেশনকে লক্ষ্য করে।
সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী, গবেষক ও কর্পোরেট প্রতিনিধিরা THiNK-এর সমাধানগুলোর প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির মার্কেটিং লিড নাজমুল হক এবং প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা উপস্থিত থেকে দর্শনার্থীদের প্রযুক্তি ব্যবহারের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
THiNK-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুর তানিম বলেন, "এই সম্মেলনটি প্রমাণ করেছে যে বাংলাদেশ থেকেও বৈশ্বিক পর্যায়ের প্রযুক্তি উদ্ভাবন সম্ভব। THINK আগামীদিনেও স্বাস্থ্য, নিরাপত্তা ও টেকসই নগর ব্যবস্থাপনায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।"
উল্লেখ্য, BEAR Summit 2025 National Semiconductor Symposium বিশ্বব্যাংকের সহায়তায় যৌথভাবে আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, BIDA, BCC ও EDGE Project /
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.thethinklabs.com
রাজু