ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

অ্যাপলের অঘোষিত আইওএস আপডেট ফাঁস: জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২০:৩৩, ১৯ জুলাই ২০২৫

অ্যাপলের অঘোষিত আইওএস আপডেট ফাঁস: জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে মামলা

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের আসন্ন iPhone অপারেটিং সিস্টেম iOS 26 সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে জনপ্রিয় ইউটিউবার জন প্রসার (Jon Prosser) ও আরেক ব্যক্তি মাইকেল র‍্যামাচিওত্তি (Michael Ramacciotti)-র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে।

 অভিযোগ কী?

অ্যাপল অভিযোগ করেছে, র‍্যামাচিওত্তি এক অ্যাপল কর্মীর ফোন থেকে গোপন তথ্য হাতিয়ে প্রসারকে দিয়েছেন। এই তথ্যের ওপর ভিত্তি করে প্রসার তার ইউটিউব চ্যানেল Front Page Tech-এ জানুয়ারি মাসে iOS 26-এর বিস্তারিত ফিচার ফাঁস করেন।

অ্যাপলের দাবি, র‍্যামাচিওত্তি ছিলেন একজন প্রোডাক্ট অ্যানালিস্ট ও ভিডিও এডিটর, যিনি অর্থকষ্টে ছিলেন এবং প্রসার তাকে ফুঁসলে ফাঁসের কাজে ব্যবহার করেন।

এক অজ্ঞাত তথ্যদাতা (whistleblower) এ বছরের এপ্রিল মাসে অ্যাপলকে বিষয়টি জানানোর পর তদন্ত শুরু হয়।

 প্রসারের প্রতিক্রিয়া

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রসার বলেন,“আমি ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য চুরি করিনি এবং এটি কীভাবে সংগৃহীত হয়েছিল, তাও আমার জানা ছিল না। আমি আদালতে আমার বক্তব্য পেশ করার জন্য প্রস্তুত।”

এদিকে র‍্যামাচিওত্তি কিংবা Front Page Tech-এর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। অ্যাপলও মামলার বাইরে অতিরিক্ত কোনো মন্তব্য করেনি।

 মামলার বিবরণ

  • মামলার নাম: Apple Inc v. Ramacciotti

  • আদালত: U.S. District Court, Northern District of California

  • মামলা নম্বর: 3:25-cv-06043

  • অ্যাপলের আইনজীবী: রিচার্ড হাং ও মেরি প্রেন্ডারগ্যাস্ট (Morrison & Foerster)

  • প্রতিরক্ষা দলের আইনজীবীর নাম এখনো প্রকাশ হয়নি

অ্যাপল মামলায় আর্থিক ক্ষতিপূরণ ও আদালতের আদেশের মাধ্যমে গোপন তথ্যের ব্যবহার বন্ধের আবেদন জানিয়েছে।

কী রয়েছে iOS 26-এ?

যদিও অ্যাপল অফিসিয়ালি এখনো iOS 26 সম্পর্কে কিছু ঘোষণা দেয়নি, তবে ফাঁস হওয়া ভিডিও অনুযায়ী নতুন আপডেটে AI-ভিত্তিক ফিচার, ব্যাটারি অপটিমাইজেশন, নতুন নোটিফিকেশন সিস্টেম এবং অধিকতর নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা রয়েছে।

 প্রভাব কী হতে পারে?

বিশ্লেষকদের মতে, এ ঘটনা অ্যাপলের নিরাপত্তা নীতিতে প্রশ্ন তুলতে পারে এবং ভবিষ্যতে গোপন প্রকল্পে অংশ নেওয়া কর্মীদের ওপর নজরদারি আরও বাড়বে। পাশাপাশি, এই মামলা প্রযুক্তি সাংবাদিকতা এবং তথ্য ফাঁসের নৈতিকতা নিয়েও বিতর্ক উসকে দিতে পারে।

Jahan

×