ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

হ্যাকিংয়ের ঝুঁকি: ক্রোম ব্যবহারকারীদের জন্য গুগলের সতর্কবার্তা

প্রকাশিত: ২০:১৭, ১৯ জুলাই ২০২৫

হ্যাকিংয়ের ঝুঁকি: ক্রোম ব্যবহারকারীদের জন্য গুগলের সতর্কবার্তা

ছবি: প্রতীকী

গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য আবারও এসেছে জরুরি সতর্কতা। গুগল জানিয়েছে, তাদের নিজস্ব থ্রেট অ্যানালাইসিস গ্রুপ একটি নতুন জিরো-ডে দুর্বলতা (CVE-2025-6558) শনাক্ত করেছে, যার কারণে ইতোমধ্যে ব্যবহারকারীরা সাইবার হামলার শিকার হচ্ছেন।

এই দুর্বলতা মূলত ব্রাউজারের গ্রাফিক্স রেন্ডারিং ইঞ্জিন-কে টার্গেট করছে এবং ধারণা করা হচ্ছে, উন্নত প্রযুক্তি-সক্ষম হ্যাকাররা ইতিমধ্যেই এই ত্রুটির সুযোগ নিচ্ছে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের জন্য Chrome 138.0.7204.157/.158 এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য 138.0.7204.157 সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি বলছে এটি ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হবে, তবে বাস্তবে এই আপডেট কয়েক দিনের মধ্যেই অধিকাংশ ব্যবহারকারীর ডিভাইসে পৌঁছে যাবে বলে ধারণা।

এদিকে, মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা CISA ইতিমধ্যেই সরকারি কর্মীদের Chrome আপডেট করতে বা বিকল্প ব্রাউজার ব্যবহার করতে বলেছে। এই আপডেট না করলে ২৩ জুলাইয়ের পর Chrome ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে পারে। আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই আরও একটি নতুন সরকারি নির্দেশনা আসতে পারে।

গুগল বলছে, ‘বাগ ও দুর্বলতা সম্পর্কিত বিস্তারিত তথ্য তখন পর্যন্ত প্রকাশ করা হবে না, যতক্ষণ না অধিকাংশ ব্যবহারকারী আপডেটটি গ্রহণ করেন।’

এই আপডেটে শুধু জিরো-ডে দুর্বলতাই নয়, আরও কয়েকটি উচ্চ-ঝুঁকির ত্রুটিও সমাধান করা হয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে ব্রাউজার আপডেট করা উচিত।

উল্লেখ্য, উইন্ডোজের জন্য ক্রোম এখনো সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার এবং একারণেই এটি হ্যাকারদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। গুগল দ্রুত নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও আপডেট দেওয়ার ক্ষেত্রে প্রশংসিত হলেও, আপডেটের আগে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

পরামর্শ: আপডেট দেয়ার আগে ইনকগনিটো বা প্রাইভেট উইন্ডোর প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন, কারণ আপডেটের পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলবে না।

 

সূত্র: ফোর্বস।

রাকিব

×