ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ব্যাটারি দিয়ে বাজিমাত করতে এবার আসছে অনার ম্যাজিক ৮ প্রো!

প্রকাশিত: ১৬:০২, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৬:০৯, ১৯ জুলাই ২০২৫

ব্যাটারি দিয়ে বাজিমাত করতে এবার আসছে অনার ম্যাজিক ৮ প্রো!

ছবি: সংগৃহীত।

অনার তাদের স্মার্টফোন ও ট্যাবলেটের ক্ষেত্রে এবার বিশেষ মনোযোগ দিচ্ছে ব্যাটারির দিকে। উচ্চ ঘনত্বের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে একের পর এক চমক। ৮৩০০ এমএএইচ ব্যাটারির মিড-রেঞ্জ ফোনের পর এবার আসছে আরেক ব্যাটারি দানব - Honor Magic 8 Pro

চীনা স্মার্টফোন প্রস্তুতকারক Honor ইতোমধ্যেই দুটি ব্যাটারি মনস্টার ফোন বাজারে ছেড়েছে:

Magic V5 ফোল্ডেবল ফোন, যার ব্যাটারি ৬১০০ এমএএইচ, X70 মিড-রেঞ্জ ফোন, যেখানে রয়েছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি।

এবার আসছে Honor Magic 8 Pro, বছরের সবচেয়ে প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটি। বিভিন্ন লিক ও রিপোর্ট অনুযায়ী, এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচ বিশাল ব্যাটারি, যা বর্তমান বাজারে রেকর্ড গড়তে পারে।

কী থাকছে Magic 8 Pro-তে?

চীনের টিপস্টার DigitalChatStation কিছু গুরুত্বপূর্ণ ফিচার ফাঁস করেছেন: ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৩ডি ডুয়াল বায়োমেট্রিক সিকিউরিটি সেটআপ, ৭০০০ এমএএইচ ব্যাটারি।

উল্লেখযোগ্যভাবে, Magic 7 Pro-তে ছিল ৫৮৫০ এমএএইচ ব্যাটারি। সেটা Huawei-এর ৬০০০ এমএএইচ+ ব্যাটারিযুক্ত Enjoy ফোনগুলোর চেয়েও ছোট। তবে অনার এ বছর ব্যাটারিতে একেবারে ভিন্ন কৌশল নিচ্ছে।

আরও কী থাকছে?

২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা -এটি আগের Magic 7 RSR Porsche Design মডেলেও ছিল। ১০০ ওয়াট ওয়্যার্ড + ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, ৩ডি ফেস রিকগনিশন ও ৩ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৩ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: এটি অতিসূক্ষ্ম আল্ট্রাসোনিক তরঙ্গ ব্যবহার করে আঙ্গুলের গভীর ৩ডি ম্যাপ তৈরি করে, যা সুরক্ষা বাড়ায়।

৩ডি ফেস রিকগনিশন: মুখের ৩ডি গঠন বিশ্লেষণ করে আরও নিখুঁতভাবে চেনার ক্ষমতা রাখে, যা ২ডি পদ্ধতির চেয়ে অনেক উন্নত।

এছাড়াও ফোনটিতে থাকবে উন্নত AI ফিচারসমৃদ্ধ YOYO অ্যাসিস্ট্যান্ট।

বাকি ফিচার জানতে হলে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের শেষ প্রান্তিক পর্যন্ত। Magic 8 Pro যে গেম-চেঞ্জার হতে চলেছে, তা বলাই বাহুল্য।

মিরাজ খান

×