ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সবচেয়ে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন অপো ফাইন্ড এন৫ এখন দেখা যাবে বাংলাদেশেও

প্রকাশিত: ১৩:১৬, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৩:১৭, ১৯ জুলাই ২০২৫

সবচেয়ে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন অপো ফাইন্ড এন৫ এখন দেখা যাবে বাংলাদেশেও

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট টেকনোলজি ইনোভেশন ব্র্যান্ড অপো এর সর্বাধুনিক ফোল্ডেবল ডিভাইস অপো ফাইন্ড এন৫ নিয়ে এসেছে, যা এখন বাংলাদেশ থেকেই দেখা যাবে। বিশ্বের সবচেয়ে পাতলা এই বুক-স্টাইল ফোল্ডেবল ডিভাইসটি ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ব্যবহারকারীদের সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে। এখন ঢাকার নির্ধারিত বেশকিছু জায়গায় এই স্মার্টফোনটি দেখা যাবে। ক্রেতারা এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আলফা, বেটা ও জোন ১ এবং যমুনা ফিউচার পার্কের অপো পার্ক, দর্পণ ও মিস কল ঘুরে দেখার মাধ্যমে এই স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন। 


ফোল্ড থাকা অবস্থায় ৮.৯৩ মিলিমিটার ও আনফোল্ড অবস্থায় ৪.২১ মিলিমিটারের স্মার্টফোন অপো ফাইন্ড এন৫ স্লিম ডিজাইনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। টাইটানিয়াম অ্যালোয় ফ্লেক্সিকন হিঞ্জ টেকনোলোজি সমৃদ্ধ এর ফোল্ডেবল মার্বেল মুভমেন্টের ক্ষেত্রে স্ট্রেন্থ ও ফ্লুইডিটি দুটিই বজায় রাখবে। এর সাথে থাকা শিল্ডেড অ্যালুমিনিয়াম অ্যালোয় ফ্রেম এর ডিউরাবিলিটি নিশ্চিত করার পাশাপাশি, আপনার হাতেও দিবে অসাধারণ অনুভূতি। এর প্রতিটি ফোল্ডই নিরবচ্ছিন্ন, যার আকার ও কার্যক্ষমতাও একইসাথে অনবদ্য। 


ফাইন্ড এন৫ এর ৮.১২ ইঞ্চি এলটিপিও ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। 

সাব্বির

×