
ছবি: সংগৃহীত।
ল্যাপটপ বা কম্পিউটারের কি-বোর্ডে নজর দিলে একটি বিষয় চোখে পড়বে—সবচেয়ে বড় বাটন হলো স্পেস বার। কিন্তু কেন এটি এত বড়?
এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি কারণ। প্রতিটি শব্দ লেখার পরেই টাইপ করতে হয় স্পেস বা ফাঁকা স্থান, ফলে এই বাটনের ব্যবহার সবচেয়ে বেশি। দ্রুত এবং সুবিধাজনক টাইপিংয়ের জন্য স্পেস বার বড় রাখা হয়, যেন দুই আঙুল দিয়েই সহজে প্রেস করা যায়।
যদি স্পেস বার ছোট হত, তাহলে টাইপিং ধীর হয়ে যেত এবং ভুলের সম্ভাবনাও বাড়ত। তাই টাইপিং স্পিড বাড়াতে এবং সঠিকভাবে লেখার সুবিধার্থে স্পেস বারটি অন্য বাটনগুলোর তুলনায় অনেক বড় রাখা হয়।
এটি শুধুই ডিজাইনের সৌন্দর্যের জন্য নয়, বরং ব্যবহারিক একটি চাহিদা মেটানোর জন্যই এই ডিজাইন।
নুসরাত