
ছবি: প্রতীকী
বর্তমানে মোবাইল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা নানা কাজে মোবাইল ব্যবহার করি। হঠাৎ যদি দেখা যায় মোবাইলের ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাহলে বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। অনেক সময় আমরা মনে করি, হয়তো ফোন বেশি ব্যবহার করার কারণেই ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে। কিন্তু বাস্তবে এর পেছনে থাকতে পারে আরও ভয়ংকর কারণ— একটি গোপন স্পাই অ্যাপ।
স্পাই অ্যাপ বা গুপ্তচর অ্যাপ এমন একধরনের সফটওয়্যার যা মোবাইল ফোনে ইনস্টল হয়ে ব্যবহারকারীর অজান্তে তথ্য সংগ্রহ করে থাকে। এই অ্যাপগুলো ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, কল লিস্ট, মেসেজ, এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিও নজরদারিতে রাখে। এসব কাজ করতে গিয়ে মোবাইলের প্রসেসর এবং অন্যান্য হার্ডওয়্যারের উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়।
অনেক সময় এসব অ্যাপ এমনভাবে লুকানো থাকে যে সাধারণ ব্যবহারকারী বুঝতেই পারেন না ফোনে এমন কিছু চলছে। ফোনের সেটিংসেও হয়তো অ্যাপটির নাম বা আইকন অন্য কোনো নিরীহ অ্যাপের নামের মতো দেখায়। তাই ফোন ব্যবহারকারীরা সন্দেহ করেন না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন ফোন খুব গরম হচ্ছে, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ডেটা বেশি খরচ হচ্ছে, অথবা ফোন ধীরগতিতে কাজ করছে—তাহলে বুঝতে হবে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে।
এই স্পাই অ্যাপগুলো অনেক সময় আপনার পরিচিত কেউ ইনস্টল করে দিতে পারে। আবার আপনি যদি কোনো ভুয়া লিঙ্কে ক্লিক করেন, কিংবা কোনো অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করেন, তখনো এমন অ্যাপ ইনস্টল হয়ে যেতে পারে। তাই অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা কখনই উচিত নয়। শুধু গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করাই নিরাপদ।
এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং নানারকম অনুমতি চেয়ে নেয়। যেমন, ক্যামেরা ব্যবহারের অনুমতি, মাইক্রোফোন চালুর অনুমতি, কনট্যাক্ট লিস্ট পড়ার অধিকার ইত্যাদি। আপনি যদি সবকিছু না বুঝে "Allow" বা "Agree" বাটন চাপ দেন, তাহলে এই অ্যাপগুলো সহজেই আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিতে পারে। আর এই কাজগুলো করতে করতেই ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়।
এই ধরনের ঝুঁকি থেকে বাঁচতে হলে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রথমত, ফোনে কোন কোন অ্যাপ ইনস্টল করা আছে, সেগুলোর তালিকা ভালোভাবে খেয়াল করুন। যদি কোনো অজানা বা সন্দেহজনক অ্যাপ দেখেন, সঙ্গে সঙ্গে সেটি আনইনস্টল করুন। দ্বিতীয়ত, ফোনের “Battery Usage” অপশনে গিয়ে দেখে নিন কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করছে। যদি কোনো অদ্ভুত অ্যাপের নাম দেখেন, সেটিকে গুরুত্ব সহকারে দেখুন।
আপনার ফোনে যদি অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি অ্যাপ না থাকে, তবে একটি ভালো কোম্পানির অ্যাপ ব্যবহার করা উচিত। অনেক সিকিউরিটি অ্যাপ স্পাই অ্যাপ শনাক্ত করতে পারে এবং সতর্ক বার্তা দিতে পারে। এছাড়া ফোনের অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখাও জরুরি। কারণ নতুন আপডেটে অনেক সময় নিরাপত্তাজনিত সমস্যা সমাধান করা হয়।
সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হলে প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে। কারো অজান্তে মোবাইলে নজরদারি করা যেমন অন্যায়, তেমনি নিজের নিরাপত্তা বজায় রাখা প্রত্যেক ব্যবহারকারীর দায়িত্ব। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই। এটা হতে পারে একটি বড় সমস্যার লক্ষণ।
অতএব, আপনি যদি লক্ষ্য করেন যে আপনার মোবাইল ব্যাটারি আগের তুলনায় অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাহলে শুধু চার্জার খুঁজে বেড়ানোর বদলে একবার ফোনের ভেতরে লুকিয়ে থাকা গোপন শত্রুকে খোঁজার চেষ্টা করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
এম.কে.