
ছবি: সংগৃহীত
নতুন ও পুনরায় প্রস্তুতকৃত (রি-প্রভিশনড) Cloud PC-তে ক্লিপবোর্ড, লোকাল ড্রাইভ, ইউএসবি ডিভাইস এবং প্রিন্টার সংযোগ ডিফল্টভাবে বন্ধ থাকবে। এর ফলে লোকাল কম্পিউটার থেকে Cloud PC-তে ফাইল স্থানান্তর, ইউএসবি ডিভাইস সংযোগ বা সরাসরি প্রিন্ট আদান-প্রদান সম্ভব হবে না। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো তথ্য চুরি ও ম্যালওয়্যার প্রবেশ প্রতিরোধ করা।
উন্নত ভার্চুয়াল সুরক্ষা প্রযুক্তি সক্রিয় থাকবে:
Windows 11 গ্যালারি ইমেজভিত্তিক Cloud PC-তে নিচের তিনটি প্রযুক্তি ডিফল্টভাবে সক্রিয় থাকবে:
- VBS (Virtualization-based Security): এটি ভার্চুয়াল মেমোরি ব্যবহার করে গুরুত্বপূর্ণ সিস্টেম প্রক্রিয়াগুলোকে রক্ষা করে।
- Credential Guard: পাসওয়ার্ড ও লগইন তথ্য সুরক্ষিত রাখে।
- HVCI (Hypervisor-Protected Code Integrity): শুধুমাত্র অনুমোদিত সফটওয়্যারকে চালাতে দেয়, অপসিস্টেমে ভাইরাস বা এক্সপ্লয়েট প্রবেশ ঠেকায়।
তথ্যপ্রযুক্তি প্রশাসকদের (IT অ্যাডমিন) জন্য নিয়ন্ত্রণ:
যেসব প্রতিষ্ঠান বা সংস্থা তাদের প্রয়োজন অনুযায়ী রিডিরেকশন ফিচার আবার চালু করতে চান, তাদের জন্য Microsoft Intune Settings Catalog বা Group Policy Object (GPO) ব্যবহারের বিকল্প থাকছে। এসব টুলসের মাধ্যমে অ্যাডমিনরা প্রাথমিক ডিফল্ট সিকিউরিটি সেটিংস ওভাররাইড করতে পারবেন।
Intune-এর মাধ্যমে নোটিফিকেশন:
২০২৫ সালের শেষভাগে যখন এই আপডেট চালু হবে, তখন Microsoft Intune অ্যাডমিন পোর্টাল-এ প্রোভিশনিং পলিসি, ডিভাইস অ্যাকশন বা বাল্ক অ্যাকশন পৃষ্ঠাগুলোতে বিশেষ সতর্কবার্তা (ব্যানার) দেখাবে, যেখান থেকে প্রয়োজনীয় গাইডলাইন ও সহায়তা পাওয়া যাবে।
Cloud PC পুনঃপ্রস্তুতের (Reprovisioning) ক্ষেত্রে দুটি ভিন্ন প্রভাব:
Windows 365 Frontline Cloud PC-গুলো যেগুলো বহু ব্যবহারকারীর শেয়ার্ড মোডে পরিচালিত হয়, সেখানে:
যদি সরাসরি ডিভাইস ওভারভিউ পেজ থেকে রি-প্রভিশন করা হয়, তাহলে আগের কনফিগারেশন বজায় থাকবে।
কিন্তু যদি প্রোভিশনিং পলিসি পেজ থেকে রি-প্রভিশন করা হয়, তাহলে নতুন নিরাপত্তা নীতিমালা প্রযোজ্য হবে।
এই নতুন নিরাপত্তা ব্যবস্থা মূলত মাইক্রোসফটের Secure Future Initiative (SFI)-এর অংশ, যেখানে বলা হয়েছে — "সুরক্ষা ব্যবস্থা ডিফল্টভাবেই সক্রিয় থাকবে এবং ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী তা পরিবর্তন করতে হবে"। এই উদ্যোগ তথ্য চুরি, সাইবার হামলা এবং প্রতিষ্ঠানভিত্তিক নিরাপত্তা ঝুঁকি হ্রাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছে প্রযুক্তি মহল।
মুমু ২