ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ল্যাপটপ চার্জার লাগেজে রাখলে বিপদ? বিমানবন্দরে TSA যা বলছে

প্রকাশিত: ১৭:৪৭, ১০ জুন ২০২৫; আপডেট: ১৭:৪৮, ১০ জুন ২০২৫

ল্যাপটপ চার্জার লাগেজে রাখলে বিপদ? বিমানবন্দরে TSA যা বলছে

বিদেশ ভ্রমণের আগে আমরা সবাই ব্যাগ গোছাতে ব্যস্ত থাকি—ফোন চার্জার, ল্যাপটপ, পাওয়ার কর্ড কিছু বাদ পড়ল তো মুশকিল! কিন্তু জানেন কি, এক সাধারণ ভুলে আপনার ব্যাগ বিমানবন্দরে আটকে যেতে পারে? অনেকেই জানেন না, কোন ইলেকট্রনিকস জিনিস চেকড লাগেজে রাখা যাবে আর কোনটা কেবিন ব্যাগেই রাখতে হবে।
বিশেষ করে ল্যাপটপ চার্জার বা পাওয়ার ব্যাংক নিয়ে এই বিভ্রান্তি বেশি দেখা যায়। সম্প্রতি, আমেরিকার TSA (Transportation Security Administration) এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।

ল্যাপটপ চার্জার লাগেজে রাখা যাবে কি?

সোজা উত্তর—হ্যাঁ, আপনি আপনার ল্যাপটপের সাধারণ চার্জার (যাতে ব্যাটারি নেই) চেকড লাগেজে রাখতে পারেন। TSA এই বিষয়ে কোনো বাধা দেয়নি। চাইলে হ্যান্ড ব্যাগেও রাখতে পারেন।

কারণ এই চার্জারে কোনো ব্যাটারি নেই, তাই ফ্লাইটে আগুন লাগার মতো কোনো ঝুঁকিও নেই।

তবে ব্যাটারি থাকলে সাবধান!

যারা পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক সঙ্গে নেন, তাদের জন্য নিয়ম ভিন্ন। এসব ডিভাইসে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে, যা ফ্লাইটে বিপজ্জনক হতে পারে। তাই চেকড লাগেজে এগুলো রাখা একদম নিষিদ্ধ।

TSA বলেছে পাওয়ার ব্যাংক কেবলমাত্র কেবিন ব্যাগে রাখা যাবে। এবং কিছু কিছু এয়ারলাইনে এগুলো ব্যবহারে নিষেধাজ্ঞাও আছে। তাই ফ্লাইট ধরার আগে নিজের এয়ারলাইনের নিয়ম জেনে নেওয়াই ভালো।

 

ভ্রমণের সময় এসব ছোটখাটো তথ্যই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ল্যাপটপ চার্জার লাগেজে রাখুন নিশ্চিন্তে—but পাওয়ার ব্যাংক যেন ভুলেও লাগেজে না যায়! সচেতন থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।

মিমিয়া

আরো পড়ুন  

×