ছবি: সংগৃহীত
প্রবাসীদের জন্য বিশেষ প্যাকেজ ‘প্রবাসী প্যাক’ চালু করেছে গ্রামীণফোন। এটি প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন মেটাতে গ্রাহক-কেন্দ্রিক প্রথম পদক্ষেপ। প্যাকটিতে সিমের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত রাখা হয়েছে, যা প্রবাসীদের সংযোগের চাহিদা পূরণে বিশেষভাবে সাজানো হয়েছে।
এই প্যাকের মাধ্যমে প্রবাসীরা বাড়তি চার্জ ছাড়াই আনলিমিটেড ইনকামিং এসএমএস পাবেন। এছাড়া অনলাইন ব্যাংকিং, আর্থিক সেবা এবং গুগল ও ফেসবুকের মতো অ্যাপের জরুরি ওটিপি সহজেই গ্রহণ করা যাবে। এতে তাদের ডিজিটাল সেবাগুলো ব্যবহারে কোনো অসুবিধা হবে না।
প্যাকটিতে রয়েছে ৩ জিবি বা ৫ জিবি ইন্টারনেট বোনাস, যা প্রবাসীরা দেশে আসার পর ব্যবহার করতে পারবেন। এ সুযোগ তাদের পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করবে এবং শেকড়ের সঙ্গে বন্ধন অটুট রাখবে।
এই অফার পেতে তিন বছরের মেয়াদের জন্য রিচার্জ করতে হবে ৯৯৪ টাকা এবং পাঁচ বছরের জন্য ১,৪৯৪ টাকা। বিদেশ থেকে রিচার্জের ঝামেলা ছাড়াই সিম সচল রাখার সুবিধা পাবেন গ্রাহকরা।
গ্রামীণফোনের এই উদ্যোগ প্রবাসীদের সিম সচল রাখা সহজ করবে এবং তাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ রক্ষায় সহায়তা করবে।
মেহেদী কাউসার