ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে আট রুটে দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট অব্যাহত

প্রকাশিত: ০০:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালে আট রুটে দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট অব্যাহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাস মালিক সমন্বয় সমিতির ডাকা অর্নিদিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুক্রবার দ্বিতীয়দিনের ন্যায় অব্যাহত রয়েছে। চলমান ধর্মঘট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে দক্ষিণাঞ্চলের একাংশের যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন। বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মোঃ সেলিম মিয়া জানান, গত ১৩ ফেব্রুয়ারী বরগুনা জেলার আমতলী উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে থ্রী-হুইলার চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ১৮ বাস শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মুক্তি ও মহাসড়কে থ্রি-হুইলার যান চলাচল বন্ধের দাবীতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, কুয়াকাটা, বাউফল, দশমিনা, বরগুনা, আমতলী, নিয়ামতি ও বাকেরগঞ্জ রুট মিলিয়ে আটটি রুটে দ্বিতীয় দিনের ন্যায় বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, শ্রমিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও আটক শ্রমিকদের মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, বাস ধর্মঘটের কারণে তিন জেলার আটটি রুটের ২৫০টি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
×