ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বের ষষ্ঠতম সুন্দর দেশ ইন্দোনেশিয়া

প্রকাশিত: ১৯:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বের ষষ্ঠতম সুন্দর দেশ ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক॥ লন্ডন ভিত্তিক ট্রাভেল গাইড বিষয়ক ওয়েবসাইট রাফ গাইডস ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় ষষ্ঠ ঘোষণা করেছে। সম্প্রতি তাদের এই ঘোষণার ফলে ইন্দোনেশিয়া এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে খ্যাতি অর্জন করল। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। রাফ গাইড জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাতিগত, সংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্রময়তা রয়েছে। সেই সঙ্গে ইন্দোনেশিয়া তার দ্বীপরাশির জন্য অনেক বিখ্যাত। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আগ্নেয়গিরির জন্য ভ্রমণ পিপাসুদের কাছে ব্যাপক জনপ্রিয়। দেশটি সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়েও অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া বৈচিত্রময়তা দেশটির অন্যতম বৈশিষ্ট্য। দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। এরা দেশটির কয়েক হাজার দ্বীপে বসবাস করে। স্কটল্যান্ড এই তালিকার শীর্ষে রয়েছে। এরপরের স্থানে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। তালিকাটিতে মোট ২০টি দেশ স্থান পেয়েছে।
×