ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চারটি কোম্পানিকে বহিষ্কার করল রিহ্যাব

প্রকাশিত: ০০:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

চারটি কোম্পানিকে বহিষ্কার করল রিহ্যাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্লট-ফ্ল্যাট ক্রেতা ও ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে চার সদস্য কোম্পানিকে বহিষ্কার করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বহিষ্কৃত কোম্পানিগুলো হচ্ছে- ডাবল এ প্রপার্টিজ লিমিটেড, ম্যানট্রাস্ট প্রপার্টিজ (প্রা:) লিমিটেড, সিম্বল হোল্ডিংস লিমিটেড, জেনোভ্যালী মডেল টাউন (প্রা:) লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত এই কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন, ব্যবহারসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না। গত ১১ রিহ্যাব পরিচালনা পর্ষদের ৮ম সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
×