ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্মার্টফোনের স্ক্রিনকে শক্তিশালী করতে আসছে হীরা

প্রকাশিত: ২০:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

স্মার্টফোনের স্ক্রিনকে শক্তিশালী করতে আসছে হীরা

অনলাইন ডেস্ক ॥ স্মার্টফোন পড়ে গিয়ে স্ক্রিন ভেঙ্গে যাওয়া একটি খুবই পরিচিত ঘটনা। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রতিনিয়ত নানা ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। আর এবার ফোনের স্ক্রিন ফেটে যাওয়া বা ভেঙ্গে যাওয়া রোধ করতে হীরা ব্যবহার করা হবে ডিসপ্লেতে। ইলেকট্রনিক পণ্যে ব্যবহারের জন্য তৈরি হীরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এখান সেমিকন্ডাক্টর’ জানিয়েছে, আশা করা যায়, ২০১৭ সালের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে উৎপাদন করা স্মার্টফোনের ডিসপ্লেতে এর ব্যবহার শুরু হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আদম খান জানান, বর্তমানে স্মার্টফোনের স্ক্রিনের তুলনায় ডায়মন্ড গ্লাসে তৈরি স্ক্রিন হবে আরও শক্তিশালী, শক্ত ও ঝকঝকে। তিনি আরও বলেন, গরিলা গ্লাস বা সাধারণ কাচের ওপর হীরা ব্যবহারের ফলে স্মার্টফোন ৬ থেকে ১০ গুণ শক্তিশালী হবে। এতে ফোন ভাঙার আশঙ্কা থাকবে না, এমনকি তাপও নিয়ন্ত্রণে থাকবে।
×