ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল্ডেন গ্লোবে ‘লা লা ল্যান্ড’ চলচ্চিত্রের রেকর্ড

প্রকাশিত: ০৬:৪৯, ১০ জানুয়ারি ২০১৭

গোল্ডেন গ্লোবে ‘লা লা ল্যান্ড’ চলচ্চিত্রের রেকর্ড

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে বাংলাদেশ সময় ৯ জানুয়ারি সকালে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডসের ৭৪তম আসর বসেছিল । এ আসরে হলিউডে খ্যাতি পাওয়ার স্বপ্নবাজ একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে সঙ্গীতনির্ভর চলচ্চিত্র ‘লা লা ল্যান্ড’ সাতটি পুরস্কার জিতে রেকর্ড গড়ল। সেরা কমেডি/মিউজিক্যালসহ মনোনীত সব বিভাগেই সেরা হয়েছে এটি। ‘লা লা ল্যান্ড’ চলচ্চিত্রে জ্যাজ পিয়ানোশিল্পীর চরিত্রে অভিনয়ের জন্য রায়ান গসলিং সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল) ও উচ্চাকাক্সক্ষী অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে এমা স্টোন জিতেছেন সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল) পুরস্কার। এ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পাশাপাশি সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও জিতেছেন ডেমিয়েন শেজেল। এ ছাড়া সেরা মৌলিক সুর (জাস্টিন হারউইৎজ) ও সেরা মৌলিক গান (সিটি অব স্টারস) বিভাগেও সেরা হয়েছে ‘লা লা ল্যান্ড’। এছাড়া মেরিল স্ট্রিপের আজীবন সম্মাননা পুরস্কার লাভ- সব মিলিয়ে মন মাতাল একটি অনুষ্ঠান উপভোগ করেছে দর্শক। এবারের আসরে সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন ক্যাসি এ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ চলচ্চিত্রে বড় ভাইয়ের মৃত্যুর পর তার তরুণ ছেলের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়া অতিসচেতন চাচার চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের ‘এল’ সেরা হয়ে চমক দিয়েছে অনেককে। এর চেয়েও বড় চমক হলো- এতে ধর্ষিতা মধ্যবয়স্কা নারীর চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন ফরাসী তারকা ইজাবেল হাপার্ট। ব্রিটিশ তারকা এ্যারন টেলর-জনসনের সেরা পার্শ্বঅভিনেতা হওয়াটা আরেক চমক। ‘নকটার্নাল এ্যানিমেলস’ চলচ্চিত্রের জন্য এ স্বীকৃতি পেলেন তিনি। যদিও প্রত্যাশা ছিল ‘মুনলাইট’ চলচ্চিত্রের মেহেরশালা আলি পাবেন পুরস্কারটি। ‘ফেনসেস’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্বঅভিনেত্রী হয়েছেন কৃষ্ণাঙ্গ তারকা ভিওলা ডেভিস। সেরা এ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের ‘জুটোপিয়া’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টক শো উপস্থাপক ও কমেডিয়ান জিমি ফ্যালন। টেলিভিশন বিভাগে ‘ভিপ’ ও ‘ট্রান্সপারেন্ট’কে হটিয়ে সেরা টিভি কমেডি সিরিজের সম্মান জিতেছে হিপ-হপ শো ‘আটলান্টা’। একইভাবে ‘গেম অব থ্রোনস’ ও ‘ওয়েস্ট ওয়ার্ল্ড’কে টপকে নেটফ্লিক্সের ব্রিটিশ রাজকীয় ড্রামা ‘দ্য ক্রাউন’ হয়েছে সেরা টিভি সিরিজ (ড্রামা)। মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনীচিত্রের মধ্যে ছোটপর্দায় ব্রিটিশ তারকাদের জয়জয়কার চোখে পড়ার মতো। ‘দ্য নাইট ম্যানেজার’-এর টম হিডেলস্টন সেরা অভিনেতা, হি উ লরি সেরা পার্শ্বঅভিনেতা ও অলিভিয়া কোলম্যান সেরা পার্শ্বঅভিনেত্রী হয়েছেন। সেরা মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে ‘দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’। প্রথমবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পাওয়া ট্রেসি এলিস রস ‘ব্ল্যাক-ইশ’-এ আফ্রিকান-আমেরিকান পরিবারের মায়ের চরিত্রে অভিনয়ের সুবাদে পুরস্কার জিতেছেন।
×