ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাড়ে চার শ’ কোটি বছর আগের শিলা

প্রকাশিত: ০৫:৪১, ২১ মে ২০১৬

সাড়ে চার শ’ কোটি  বছর আগের শিলা

কানাডার বেফিন দ্বীপের কাছে এমন একটি শিলার সন্ধান পাওয়া গেছে যার বয়স সাড়ে চার শ’ কোটি বছর হতে পারে বলে ভূতত্ত্ববিদরা ধারণা করছেন। লৌহ সমৃদ্ধ আগ্নেয় শিলাটি পৃথিবী সৃষ্টি বিষয়ক নতুন কোন তথ্যের সন্ধান দিতে পারে বলে মন্ট্রিয়ল ইউনিভার্সিটির গবেষকরা আশা প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, ভূপৃষ্ঠ গঠনকালে শিলাটির জন্ম হয়েছিল। প্রায় সাড়ে চার শ’ কোটি বছর আগে ভূত্বক গঠিত হয়েছিল। প্রচ- তাপ ও চাপের প্রতিক্রিয়ায় ভূ-অভ্যন্তরের গলিত পদার্থগুলো বাইরে জমতে শুরু করলে পৃথিবী পৃষ্ঠ বলে পরিচিত ভূত্বক গঠিত হয়। মন্ট্রিয়ল ইউনিভার্সিটির ড. হানিকা রিজোর নেতৃত্বে একদল ভূতত্ত্ববিদ শিলাটির সন্ধান পেয়েছেন। ড. রিজো বলছেন, এই শিলা আমাদের এমন ধারণা দিচ্ছে যে, পৃথিবী গঠনকালে এর অভ্যন্তরীণ কোন কোন উপাদান এখনও ভূপষ্ঠে কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিষয়টি বিশ্ব সৃষ্টি সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। তারা আরও বলছেন, ভূত্বক গঠন প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। -নিউজ ম্যাক্স
×