ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আম নামানোর সময় বেঁধে দেয়ায় লোকসানের শঙ্কা

প্রকাশিত: ০৪:২২, ১৪ মে ২০১৬

আম নামানোর সময় বেঁধে দেয়ায় লোকসানের শঙ্কা

ডি. এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ দেশের সর্ববৃহৎ আম উৎপাদনকারী এলাকা চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই জেলা প্রশাসন সভা ডেকে গাছ থেকে আম নামানোর সময় বেঁধে দিয়েছে। ২৫ মের আগে কেউ আম নামাতে পারবে না। রাসায়নিক, ফরমালিন ও কার্বাইড রুখতে জেলা প্রশাসন এ ব্যবস্থা আবার বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে আম ব্যবসায়ীদের মধ্যে। তারা আশঙ্কা করছে প্রশাসনের এই সিদ্ধান্ত তাদের নতুন করে লোকসানের মুখে ফেলবে। গত বছর একই ব্যবস্থা নেয়ায় জেলার কয়েক হাজার আম ব্যবসায়ী খেয়ে পুঁজি হারিয়ে পথে বসেছিল। যার কারণে এবার জেলার সহস্রাধিক আম বাগানের মধ্যে এক-চতুর্থাংশ বাগান বিক্রি হয়েছে। বাকি বাগান এখনও পড়ে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বৈজ্ঞানিক কর্মকর্তার অভিমত, আবহাওয়া ও মাটির গুণগত কারণে আগেভাবে পাকে বরেন্দ্র তথা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম। এ কারণে এই অঞ্চলে আম পাড়ার বিষয়ে সময় বেঁধে দেবার বিষয়টি কোনভাবেই যৌক্তিক হতে পারে না। তাদের পরামর্শ হচ্ছে সময় বাঁধার পরিবর্তে বাজার মনিটারিং করলে অধিক পরিমাণে লাভবান হবে এই অঞ্চলের আম চাষীরা, কারণ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে প্রায় তিনশত জাত রয়েছে। তার মধ্যে বেশ কিছু গুটি আম অনেক আগেই পেকে যাবে।
×