ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘শিল্পকলা পদক-২০১৫’ পেলেন কাজী বোরহান উদ্দীন

প্রকাশিত: ০৩:৪৯, ১৪ মে ২০১৬

‘শিল্পকলা পদক-২০১৫’ পেলেন কাজী  বোরহান উদ্দীন

স্টাফ রিপোর্টার ॥ নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ‘শিল্পকলা পদক-২০১৫’ পেলেন গুণীশিল্পী কাজী বোরহান উদ্দীন। গত ৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পীর হাতে পদক তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব আকতারী মমতাজ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। সম্মাননাস্বরূপ রাষ্ট্রপতি তার হাতে এক লাখ টাকা, স্বর্ণপদক, উত্তরীয়, সনদপত্র এবং ফুলের তোড়া তুলে দেন। নাট্যচর্চার অবদান স্বরূপ এর আগেও তিনি বহু সম্মাননা অর্জন করেন। নাট্যাভিনেতা, নাট্যনির্দেশক ও নাট্যসংগঠক কাজী বোরহান উদ্দীনের জন্ম ১৯৩৭ সালের ২৮ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শাহাজাদপুরে। শিল্পকলা পদক পাওয়ায় সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে কাজী বোরহান উদ্দীনকে অভিনন্দন জানানো হয়।
×