ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়া লিটল থিয়েটারের ‘অভিযান’ নাটক মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:৪৮, ১৪ মে ২০১৬

বগুড়া লিটল থিয়েটারের ‘অভিযান’ নাটক মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১৩তম জাতীয় শিশুকিশোর নাট্যোৎসবে বগুড়ার লিটল থিয়েটার ভোর হলো তাদের ‘অভিযান’ নাটকটি মঞ্চায়ন করে। সুকান্ত ভট্টাচার্য রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন শোভন চন্দ্র সরকার ও সবুজ চন্দ্র বর্মণ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে তাসনিমা হক সাবা, মিসবাহ চৌধুরী, সংকলিতা-রিফাহ সালসাবিল মাহী, উম্মে মাবরুফা শানানা, মালিহা ইসলাম মিসৌরী, রুহানী সালসাবিল মৌসী, তাওহীদ জামান খান শক্তি, জাওয়াতুল ইসলাম নৈশ্য, রাইসা মালিহা রাত্রি এবং আরও অনেকে। নাটকের কাহিনীতে দেখা যায় কোন এক দেশের রাজা প্রজাকে খুব ভালবাসে। প্রজার মঙ্গলের জন্য সবসময় কাজ করে। সেই রাজার সেনাপতি একজন বদলোক। সে সর্বসময় রাজার সঙ্গে প্রজার দূরত্ব বাড়িয়ে দেয় এবং রাজাকে প্রজার কাছে আসতে বাধা দেয়। এর মধ্যে পার্শ্ববর্তী দেশের একজন শিল্পী দুর্ভিক্ষের কারণে এই রাজার দেশে আসে তার দেশের অনাহারি মানুষের জন্য খাদ্য সংগ্রহ করতে। সেনাপতি তার সঙ্গে খুব দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। কিন্তু প্রজারা তাকে ভালবেসে ঠাঁই দেয়। এই কারণে সেনাপতির সঙ্গে প্রজাদের চরম দ্বন্দ্ব দেখা দেয়। অত্যাচার দ্বিগুণ বাড়িয়ে দেয় একে ধরে, ওকে মারে, জেলে পাঠিয়ে দেয়। তখন পার্শ্ববর্তী দেশের শিল্পী প্রকাশ করে সেনাপতির নিজস্ব কোষাগারে বিপুল খাদ্যশস্য মজুদ করে রেখেছে। ফলে অচিরেই এদেশেও দুর্ভিক্ষ দেখা দেবে। উদ্বিগ্ন রাজা সেনাপতিকে দোষী সাব্যস্ত করে এবং জনগণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে।
×