ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইপারলুপের সফল পরীক্ষা

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ মে ২০১৬

হাইপারলুপের সফল পরীক্ষা

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের মরুভূমিতে বুধবার প্রথমবারের মতো বায়ুশূন্য টিউবের ভেতর দিয়ে হাইপারলুপ চলাচল করেছে। যা শব্দের কাছাকাছি গতিতে যাত্রী ও মালামাল বহনে সক্ষম। এটি মাত্র ৩০ মিনিটে ছয় শ’ কি.মি. পথ পাড়ি দেয়। লস এ্যাঞ্জেলেসের একটি পরিবহন প্রতিষ্ঠান এ প্রযুক্তির উন্নয়নে চেষ্টা করছে। -গার্ডিয়ান
×