ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ্যাপল আর পৃথিবীর সবচেয়ে দামি কম্পানি নয়

প্রকাশিত: ২০:০৩, ১৩ মে ২০১৬

অ্যাপল আর পৃথিবীর সবচেয়ে দামি কম্পানি নয়

অনলাইন ডেস্ক॥ পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান হিসাবে আর গণ্য করা হয় না অ্যাপলকে। আইফোন নির্মাতাদের শেয়ারের দামে পতন ঘটেছে। তাই এ অবস্থা। এদিকে, গুগলের সহযোগী প্রতিষ্ঠান আলফাবেট মার্কেট শেয়ারে এগিয়ে রয়েছে। মার্কেটে অ্যাপলের বিনিয়োগ ৪৯৩ বিলিয়নে নেমে এসেছে। আলফাবেটের বর্তমান মার্কেট ক্যাপিটাল ৪৯৮ বিলিয়ন। ইয়াহু ফিনান্স এ তথ্য দেয়। এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের স্টক গতকাল বৃহস্পতিবার কমে এসেছে। আইফোন-চিপের শিপমেন্ট কমে এসেছে আশঙ্কাজনক হারে। ২০১৪ সালের জুন থেকে এই প্রথমবারের মতো অ্যাপলের শেয়ারের দাম ৯০ ডলার কমে আসলো। সূত্র : বিজনেস ইনসাইডার
×