ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৪ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:৫৬, ১৩ মে ২০১৬

১৪ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় সংসদে গৃহীত ১৪টি বিলে বৃহস্পতিবার সম্মতি দিয়েছেন। দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ১৪টি বিল গৃহীত হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসর। যে ১৪টি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন সেগুলো হচ্ছে- আর্মি (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, ক্যাডেট কলেজ (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, এয়ারফোর্স (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, সিভিল কোর্টস (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, কোর্ট ফিস (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, দ্য প্রেসিডেন্টস (রেমুনারেশন্স এ্যান্ড প্রিভিলেজেস) (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন্স এ্যান্ড প্রিভিলেজেস) (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, স্পীকারস এবং ডেপুটি স্পীকারস (রেমুনারেশন্স এ্যান্ড প্রিভিলেজেস) (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট এবং ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন্স এ্যান্ড প্রিভিলেজেস) (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ এবং মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন্স এ্যান্ড এ্যালাউন্সেস) (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬।
×