ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আঁলিয়সে শুরু হচ্ছে রিগানের একক চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ২৩:৫৩, ১২ মে ২০১৬

আঁলিয়সে শুরু হচ্ছে রিগানের একক চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ তরুন শিল্পী পারভেজ হাসান রিগানের ‘বিয়ন্ড দ্য হরাইজন’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারীতে বিকেল সাড়ে ৫টায় ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী-অধ্যাপক আবুল বারক্ আলভী ও অধ্যাপক জামাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস। শিল্পী পারভেজ হাসান রিগানের জš§ ১৯৮৮ সালে বরিশাল জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে বি.এফ.এ ও এম.এফ.এ ডিগ্রি অর্জন করেন। তেল রঙ ও চারকোল মাধ্যমে কাজ করতে শিল্পী বেশি স্বাচ্ছন্দবোধ করেন। ‘গভীরতম বেদনার মধুরতম প্রকাশই হলো শিল্প’ শিল্পী মুর্তজা বশীরের এই উক্তি তরুণ শিল্পী রিগানকে অনুপ্রাণিত করে শিল্পচর্চার শুরুতেই। বিশ্ববিদ্যালয়ের বি.এফ.এ পর্বে তার অপ্রতিকৃতি নির্ভর প্রথম অনÍরীক্ষামূলক সিরিজ ‘ফ্রিডম অব সোল ও দ্য ইল্যুসিভ হ্যাপিনেস’। পরবর্তীতে এম.এফ.এ ১ম পর্বে শিল্পী নির্মাণ করেন অবয়ব নির্ভর নিরীক্ষাধর্মী সিরিজ ‘এ্যাগোনি অব ইন্টিলেক্ট কনফ্লিক্ট’, যেখানে বর্তমান সময়ে যন্ত্রের আধিপত্য ও আবেগের স্বল্পতার প্রকাশ পায়। এম.এফ.এ শেষ পর্বে শিল্পী নির্মাণ করেন ‘ক্যাপটিভ্ সোল’ নামক অবয়ব নির্ভর সিরিজ। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে শিল্পীর অবয়ব নির্ভর আরো ২টি সিরিজ হলো ‘ইম্মরটালিটি’ ও ‘দ্য বিউটিফুল কার্স’। এ সময় তার অপর একটি সিরিজ ‘দ্য হোমোস্যপিয়্যন্স’। শিল্পীর সর্বশেষ নিরীক্ষামূলক সিরিজ হলো ‘বিয়ন্ড দ্য হরাইজন’ যা আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারীতে শুরু হতে যাচ্ছে। মহাজাগতিক ব্রহ্মান্ডের সাথে মানবজাতির অবস্থান ও সম্পর্কের অন্বেষণ তুলে ধরার প্রচেষ্টা এখানে লক্ষ্য করা যায়। এবারের প্রদর্শনীতে শিল্পীর ২০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ২৪ মে পর্যন্ত এবং সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। রবিার সাপ্তাহিক বন্ধ।
×