ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় শিশুদের পেটের পীড়া ও শ্বাস কষ্ট রোগের প্রকোপ

প্রকাশিত: ২৩:০৯, ১২ মে ২০১৬

মাগুরায় শিশুদের পেটের পীড়া ও শ্বাস  কষ্ট রোগের প্রকোপ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় শিশুদের মধ্যে পেটের পীড়া শ্বাস কষ্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে । গত এক সপ্তাহে আক্রান্ত ৫ শতাধিক আক্রান্ত হয়েছে । প্রতিদিন মাগুরা সদর হাসপাতালে গড়ে ২০টি শিশুরোগী ভর্তি হচ্ছে । বেডের অভাব তাদের মেঝেতে থাকতে হচ্ছে । জানাগেছে , প্রচন্ড গরমে জেলায় বিরুপ আবহাওয়ার কারনে শিশুদের মধ্যে পেটের পীড়া শ্বাস কষ্টরোগের প্রকোপ দেখা দিয়েছে । গত এক সপ্তাহে আক্রান্ত ৫ শতাধিক আক্রান্ত হয়েছে । প্রতিদিন মাগুরা সদর হাসপাতালে গড়ে ২০টি শিশু রোগী ভর্তি হচ্ছে । আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালের ১০ বেডের শিশু ওয়ার্ডে ৭২টি শিশু ভর্তি রয়েছ । তাদের বয়স ৩ মাস থেকে ৫ ভচরের মধ্যে । এছাড়া অনেক অভিভাবকদের বিভিন্ন ক্লিানিক ও চিকিৎসকদের চেম্বারে দেখা যাচ্ছে । রোগীর চাপের কারনে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করত হচ্ছে । প্রচন্ড গরম ও বিদ্যুৎএর লোডি শেডিং এর কারনে এই অবস্থার সৃষ্ঠি হয়েছে । তবে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি । চিকিৎসকরা জানান, প্রচন্ড গরমের কারনে শিমুরা অসুস্থ হয়ে পড়ছে তবে আতংকিত হবার কারন কারন নাই ।
×