ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগদাদে আইএসের হামলায় ৮৮ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৯:২৫, ১২ মে ২০১৬

বাগদাদে আইএসের হামলায় ৮৮ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক॥ ইরাকের রাজধানী বাগদাদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চারটি পৃথক বোমা হামলার কমপক্ষে ৮৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক। পুলিশের বরাত দিয়েছে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার প্রথম হামলাটি চালানো হয় বাগদাদের একটি পার্লারের সামনে। এতে ৬১ জন নিহত এবং শতাধিক আহত হয়। হতাহতদের অধিকাংশই নারী। এছাড়া কাদিমিয়া পুলিশ চেকপোস্ট ও হুরাইয়া এবং জামাইয়া শহরেও বোমা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে কাদিমিয়ায় ১৩ পুলিশ নিহত এবং ২০ জন আহত হয়। হুরাইয়ার ঘটনায় ৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়। এছাড়া জামাইয়ার ঘটনায় ৭ জন নিহত এবং ২২ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
×