ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধার ৩টি উপজেলায় ১৩৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ২২:৪১, ১১ মে ২০১৬

গাইবান্ধার ৩টি উপজেলায় ১৩৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ ইউপি নির্বাচনের ষষ্ঠ দফায় মঙ্গরবার গাইবান্ধার ফুলছড়ি, গোবিন্দগঞ্জ ও সাঘাটাসহ তিনটি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এ পর্যায়ে মোট ২৩টি ইউনিয়নে আওয়ামী লীগের ২৩, বিএনপির ২০, জাতীয় পার্টির ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্যরা স্বতন্ত্র। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ২২ জন। ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের ৬, বিএনপির ৪, জাতীয় পার্টি ৫, জাসদ ২ ও স্বতন্ত্র ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৮ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের ৮, বিএনপির ৮, জাতীয় পার্টির ২ এবং স্বতন্ত্র ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া সাঘাটা উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের ৯, বিএনপির ৯, জাতীয় পার্টির ৮, জাসদ ২ এবং স্বতন্ত্র ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
×