ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতীর মৃত্যু

প্রকাশিত: ২১:২৬, ১১ মে ২০১৬

বরিশালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী পৌর সদরের মৌরি ক্লিনিকের ভাড়াটিয়া চিকিৎসক মোঃ রফিকুল ইসলামের ভুল চিকিৎসায় ফের আরেক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিহতের লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনার পর এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে আসে। গৌরনদীর পূর্ব শরিফাবাদ গ্রামের নুরুল হক আকনের পুত্র নিহতের ভাই নাসির হোসেন জানান, গত ১ মে রাতে তার বোন মনি বেগমের প্রসব বেদনা শুরু হলে তাকে মৌরি ক্লিনিকে নেয়া হয়। ক্লিনিকের চিকিৎসক ডাঃ রফিকুল ইসলামের পরামর্শে ওইদিন রাতেই সিজার অপারেশনের মাধ্যমে মনির একটি পুত্র সন্তান জন্মগ্রহন করে। অপারেশনের পরেরদিন হঠাৎ করে মনির বুকে ব্যাথা শুরু হয়। রোগীর অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ মনিকে বরিশালে নেয়ার পরামর্শ দেয়। তাৎক্ষনিক মনিকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মনি বেগমকে ঢাকা নেয়ার কথা বলেন। ওইদিন রাতেই তাকে (মনি) উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। নাসির হোসেন অভিযোগ করেন, ঢাকার চিকিৎসকেরা তাদের জানিয়েছেন ভুল সিজার অপারেশনে মনি বেগম গুরুতর অসুস্থ্য হয়েছেন। তার অবস্থা আশংকাজন। পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মনি মারা যায়। উল্লেখ্য, অতিসম্প্রতি গৌরনদীর শারমিন ক্লিনিকে ডাঃ রফিকুল ইসলামের ভুল চিকিৎসায় কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের মৌসুমী বেগম নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রোগীর ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে দু’দফা হামলা চালিয়ে ভাংচুর করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের বিরুদ্ধে থানায় মিথ্যে চাঁদাবাজি মামলা দায়ের করেন। সূত্রমতে, গৌরনদীতে অবস্থিত কোন ক্লিনিকে স্থায়ী কোন চিকিৎসক নেই। রোগীর ধরন অনুযায়ী বহিরাগত চিকিৎসক ভাড়ায় এনে চিকিৎসা করানো হয়। একজন চিকিৎসক একাধিক ক্লিনিকে চিকিৎসা দেয়ার ফলে প্রায়ই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে।
×