ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যুদণ্ডের রায় শোনানোর পর বিচারক পেনের নিব ভাঙেন কেন?

প্রকাশিত: ২০:৪৮, ১১ মে ২০১৬

মৃত্যুদণ্ডের রায় শোনানোর পর বিচারক পেনের নিব ভাঙেন কেন?

অনলাইন ডেস্ক ॥ কাউকে মৃত্যুদণ্ডের রায় শোনানোর পর বিচারক পেনের নিব ভেঙে ফেলেন। এই প্রথা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ভারতে আজও সেই প্রথা অনুসরণ করা হয়। কিন্তু মৃত্যুদণ্ডের রায় দিতে যে পেন ব্যবহার করেন বিচারক তার নিব ভেঙে ফেলার পিছনে কী কারণ? আসুন জেনে নিই। ১। যে পেন ব্যবহার করে এক জনের জীবন ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেই পেন যাতে দ্বিতীয় বার আর কেউ ব্যবহার করতে না পারেন। ২। মৃত্যুদণ্ড দেওয়ার পর নিজেকে সেই অপরাধবোধ থেকে মুক্ত করেতই পেনের নিব ভেঙে দেন বিচারক। ৩। মৃত্যুদণ্ডের রায়ে এক বার সই করে ফেলার পর আর বিচারকের হাতে আর কোনও উপায় থাকে না সেটাকে বদলানোর বা রদ করার। তাই সই করে ফেলার পর দ্বিতীয় বার যাতে রায় নিয়ে ভাবতে না হয় সে কারণেই পেনের নিব ভেঙে ফেলেন বিচারক। ৪। অপরাধের গুরুত্ব বিচার করেই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। মৃত্যুদণ্ড একটা দুঃখজনক ঘটনা। পেনের নিব ভাঙার মধ্য দিয়েই বিচারক তাঁর দুঃখপ্রকাশ করেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×