ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী নিজামীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৮:৪৬, ১১ মে ২০১৬

যুদ্ধাপরাধী নিজামীর দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামীর দাফন সাঁথিয়ার মন্মথপুর গ্রামের পারিবারিক গোরস্থানে বুধবার সকাল সোয়া ৭টায় সম্পন্ন হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, নিজামীর দাফনকে কেন্দ্র করে আগে থেকেই এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সকাল সোয়া ছয়টার দিকে দু’টি এ্যাম্বুলেন্সে করে র‌্যাব-পুলিশের ৬টি গাড়ীর পাহারায় নিজামীর মরদেহ সাঁথিয়ায় পৌঁছায়। তাঁর মরদেহ পৈতৃক বাড়ির পাশের মন্মথপুর কবরস্থানে নেওয়া হয়। সেখানে নিজামীর ছেলে মো. নাজিব মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম মরদেহ গ্রহণ করেন। এরপর মন্মথপুর মাদ্রাসায় জানাজা শেষে সকাল সোয়া সাতটার দিকে নিজামীর দাফন সম্পন্ন হয়। নিজামীর ছেলে ব্যারিষ্টার আব্দুল মোমিনের ঈমামতিতে এ জানাজায় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম, অধ্যাপক সাহাবুদ্দিন, শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সৈয়দ শাহরিয়ার, পাবনা জেলা শিবির সভাপতি সাইদুল ইসলাম, সাঁথিয়া উপজেলা জামায়াত আমির আব্দুল কুদ্দুস, নিজামীর ছেলে ডা. নাকিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানিয়েছেন, কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নিজামীর দাফনপ্রক্রিয়া শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত থাকবে। জামায়াত সাঁথিয়ায় সকাল ১০টায় গায়েবানা জানাজা করেছে। এদিকে যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির দন্ড কার্যকরের সাথে সাথেই মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক দল শহরে আনন্দ মিছিল বের করে। সাঁথিয়া উপজেলায় আওয়ামীলীগ, ছাত্রলীগ, শহীদ পরিবারের সদস্যরা তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা আবেগে কান্নায় ভেঙ্গেপরে। নিজামীর বাড়ীর পাশের সোনাতলা গ্রামের সাধারণ মানুষ ফাঁসির দন্ডকার্যকরের সাথে সাথেই রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে উঠে।
×