ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরাকে বিমান হামলায় আইএস নেতা নিহত

প্রকাশিত: ০৪:০৬, ১১ মে ২০১৬

ইরাকে বিমান হামলায় আইএস নেতা নিহত

ইরাকের আনবার প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) একজন গুরুত্বপূর্ণ শীর্ষ স্থানীয় নেতা নিহত হয়েছেন। ইরাকে আল কায়েদার সাবেক সদস্য আবু ওয়াহিব শুক্রবার নিহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে। খবর বিবিসির। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ইরাক ও সিরিয়ায় এখন আইএসআইএল (আইএস) নেতা হওয়া বিপজ্জনক। এর আগেও বেশ কয়েকবার ওয়াহিবের মৃত্যুর ভুয়া খবর প্রচারিত হয়েছিল। কুক বলেন, আনবার প্রদেশের রুতবা শহরের কাছে গাড়িতে করে যাওয়ার সময় তিনি নিহত হন। ওয়াহিবকে আনবার প্রদেশের সেনা আমির বর্ণনা করে পেন্টাগন জানিয়েছে, এই হামলায় আরও তিন জঙ্গী নিহত হয়েছেন। ১৯৮৬ সালে জন্মগ্রহণকারী ওয়াহিব ছিলেন কম্পিউটার বিজ্ঞানের ছাত্র। পর্যবেক্ষণ সাইটগুলোতে তাকে আইএসের উদীয়মান তারকা হিসেবে বর্ণনা করা হতো। তিনি ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে ধরা পড়েছিলেন এবং তাকে মৃত্যুদ- দেয়া হয়েছিল। কিন্তু ২০১২ সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান। ইরাকে আইএসের দখল করে নেয়া বিশাল অংশে ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে।
×