ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাবানল নিয়ন্ত্রণে রাশিয়ার প্রস্তাবে এখনও নিশ্চুপ ট্রুডো

প্রকাশিত: ১৯:১৭, ১০ মে ২০১৬

দাবানল নিয়ন্ত্রণে রাশিয়ার প্রস্তাবে এখনও নিশ্চুপ ট্রুডো

অনলাইন ডেস্ক॥ প্রতিদিনই বিভিন্ন স্থানে নতুনভাবে ছড়িয়ে পড়ছে কানাডার আলবার্টা প্রদেশের দাবানল। আর এ দাবানল ঠেকাতে দেশটিতে ওয়াটার বোম্বার এবং অগ্নিনির্বাপক বিশেষজ্ঞদল পাঠানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ প্রস্তাবে এখনও সায় মেলেনি ট্রুডো সরকারের। রাশিয়ার জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়কমন্ত্রী ভ্লাদিমির পুচকভ গত সপ্তাহে কানাডাকে এ প্রস্তাব দেয়। ৯ মে কানাডার একটি স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। রোববার কানাডায় অবস্থিতে রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানান, কানাডার দাবানল ঠেকাতে এখনো প্রস্তুত রাশিয়া। তারা শুধুমাত্র অনুমতির অপেক্ষায় রয়েছেন। এদিকে কানাডার আলবার্টা প্রদেশের ম্যাকমেরিতে আটদিন ধরে লাগাতার দাবানল আরও ভয়ংকর আকার ধারণ করেছে। আগুনে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ বাড়ি ভস্মীভূত হয়েছে। এছাড়া দাবানল ক্রমেই পার্শ্ববর্তী সাসকাচুয়ান প্রদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির দমকল বাহিনীর কর্মীরা শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।
×