ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৬:৫১, ১০ মে ২০১৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(পূর্ব প্রকাশের পর) ৮. আমাদের জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে? ক) প্রায় ২১% খ) প্রায় ১৯.৯৫% গ) প্রায় ৩৫% ঘ) প্রায় ৪০% ৯. আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ অতিমাত্রায় যেটির ওপর নির্ভরশীল- র. বৈদেশিক ঋণের ওপর রর. বৈদেশিক অনুদানের ওপর ররর. দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. বৌদ্ধধর্মের প্রবর্তক কে? ক) গৌতম বুদ্ধ খ) যীশু খ্রিস্ট গ) অতীশ দীপঙ্কর ঘ) নানক ১১. কোনটির ওপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে? ক) সুদ খ) মুনাফা গ) ঋণ ঘ) সঞ্চয়কারীর আমানত ১২. ‘বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন’ করার প্রস্তাব গ্রহণ করা হয় কোন সংগঠনের যুবকর্মী সম্মেলনে? ক) বেঙ্গল ভলান্টিয়ার্স খ) আওয়ামী মুসলিম লীগ গ) গণআজাদী লীগ ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান ১৩. বাঙালী জাতির সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সমাজ? ক) সাংবাদিক খ) কৃষক গ) শিক্ষক ঘ) ছাত্র ১৪. সূর্য পৃথিবী থেকে দূরে অবস্থান করলে সেই অবস্থাকে কী বলে? ক) অপসূর খ) অনসূর গ) দক্ষিণায়ন ঘ) উত্তরায়ণ ১৫. কোন ধরনের পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্যের ওপর ন্যস্ত থাকে? ক) বহুপতœী খ) একপতœী গ) পিতৃতান্ত্রিক ঘ) মাতৃতান্ত্রিক ১৬. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ কীভাবে ভোগ করতে পারে? ক) নিয়মের মধ্যে ভোগ এবং বিক্রি করতে পারে খ) স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে গ) ভোগ করতে পারবে তবে হস্তান্তর করতে পারবে না ঘ) কেবল হস্তান্তর করতে পারে ১৭. বাংলাদেশে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ কোনটি? ক) শিক্ষার অভাব খ) অতিরিক্ত অর্থ গ) পারিবারিক বিশৃঙ্খলা ঘ) জনসংখ্যার বিস্ফোরণ ১৮. একটি বস্তুর দৃশ্যমানতাকে কী বলে? ক) বাহ্যিকতা খ) অস্তিত্ব গ) ওজন ঘ) ভোগ ১৯. তৃতীয় ও চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কত বছর ব্যবধানে অনুষ্ঠিত হয়? ক) ৫ বছর খ) ৮ বছর গ) ১০ বছর ঘ) ১৫ বছর ২০. মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন? ক) কালো, ছাই রঙের খ) সাদা রঙের গ) নীলাভ রঙের ঘ) লালচে ও ধূসর ২১. কখন পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝাতে শুরু“করে? ক) বঙ্গভঙ্গের পর খ) বঙ্গভঙ্গ রদের পর গ) ভাষা আন্দোলনের পর ঘ) পাকিস্তান প্রতিষ্ঠার পর ২২. সার্বভৌম ক্ষমতার কতটি দিক রয়েছে? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) ছয়টি ২৩. সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো - র. দারিদ্র্য রর. সামাজিক কুপ্রথা ররর. সামাজিক বিশৃঙ্খলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. কৃষিতে দেশের মোট শ্রমশক্তির কত ভাগ নিয়োজিত আছে? ক) ৪১.৩% খ) ৪২.৪২% গ) ৪৩.৬০% ঘ) ৪৩.০৬% ২৫. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? ক) ইস্পাত খ) কংক্রিট ঢালাই গ) ফেরো সিমেন্ট ঘ) কাঠের ব্রেসিং ২৬. কোন সরকার মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানে ভূমিকা রেখেছিল? ক) মোশতাক সরকার খ) আওয়ামী লীগ সরকার গ) ছাত্তার সরকার ঘ) জিয়া সরকার ২৭. এদেশের দরিদ্র জনগোষ্ঠীর গড় মাথাপিছু আয় কত? ক) ১১০ ডলারের কম খ) ৩০০ ডলার গ) ৩৭৭ ডলার ঘ) ৪৭৭ ডলার ২৮. রাষ্ট্রপতি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জরুরী অবস্থা ঘোষণা করেন? ক) দেশে কোন ধরনের যুদ্ধ কিংবা গোলযোগ দেখা দিলে খ) দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে গ) দেশের অর্থনীতি চাঙ্গা করার প্রয়োজন দেখা দিলে ঘ) দেশের সংবিধান পরিবর্তন বা সংশোধন দরকার হলে ২৯. মহাকাশের অসংখ্য জ্যোতিস্কের সমন্বয়ে কী সৃষ্টি হয়েছে? ক) সৌরজগৎ খ) বিশ্বজগৎ গ) পৃথিবী ঘ) জ্যোতিস্কম-ল সঠিক উত্তর : ৮. (খ) ৯. (ক) ১০. (ক) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (গ) ২০. (ঘ) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (খ)
×