ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনার দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৭, ১০ মে ২০১৬

খুলনার দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি ‘রবীন্দ্র কমপেক্স’ প্রাঙ্গণে ২৫ থেকে ২৭ বৈশাখ তিন দিনব্যাপী (৮, ৯ ও ১০ মে) অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর মোহাম্মদ আলমগীর, খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফারুক হোসেন, স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক নিশ্চিরাক কুমার পোদ্দার, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষের বাড়ি খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালাকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
×